বাইক প্রেমীদের জন্য নতুন বছর উপলক্ষে বিশেষ এক্সচেঞ্জ অফার নিয়ে এসেছে ঢাকার জনপ্রিয় বাইক শোরুম 'বাইক ভ্যালি'। এখন থেকে যেকোনো ব্র্যান্ডের পুরনো মোটরসাইকেল জমা দিয়ে গ্রাহকরা ঘরে তুলতে পারবেন একদম নতুন ঝকঝকে হোন্ডা বাইক।
গ্রাহকদের জন্য এই অফারের সবচেয়ে বড় আকর্ষণ হলো ০% সুদে ইএমআই (EMI) বা কিস্তি সুবিধা। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এককালীন বড় অংকের টাকা খরচ না করেই স্বপ্নের হোন্ডা বাইক কেনার সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন

অফারের বিস্তারিত সুবিধা:
বাইক ভ্যালির এই ক্যাম্পেইনে গ্রাহকরা নিম্নলিখিত সুবিধাগুলো উপভোগ করতে পারবেন:
এক্সচেঞ্জ সুবিধা: যেকোনো মডেলের বা যেকোনো ব্র্যান্ডের পুরনো বাইক এক্সচেঞ্জ করে নতুন হোন্ডা বাইক নেওয়া যাবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মাত্র ৩০ হাজার টাকা ডাউনপেমেন্টে কিস্তিতে পাওয়া যাচ্ছে হিরো মোটরসাইকেল
০% ইন্টারেস্ট ইএমআই: নতুন বাইক কেনার ক্ষেত্রে ৬ মাসের কিস্তিতে কোনো অতিরিক্ত সুদ বা ইন্টারেস্ট দিতে হবে না।
সহজ প্রক্রিয়া: পুরনো বাইকের সঠিক বাজারমূল্য নির্ধারণ করে সাশ্রয়ী মূল্যে নতুন বাইক হস্তান্তরের নিশ্চয়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

শোরুমের অবস্থান
ঢাকার মিরপুর ২ নং সেকশনের ৬০ ফিট এলাকায় অবস্থিত বাইক ভ্যালির শোরুমে সরাসরি এসে গ্রাহকরা এই সুবিধা নিতে পারবেন।
প্রতিষ্ঠানটি জানায়, যারা দীর্ঘদিন ধরে নিজের পুরনো বাইকটি বদলে আধুনিক ফিচারের নতুন হোন্ডা নেওয়ার কথা ভাবছিলেন, তাদের জন্য এটি একটি সেরা সুযোগ। অফারটি সীমিত সময়ের জন্য কার্যকর থাকবে।
এজেড

