অটোমোবাইল ডেস্ক
১০ জানুয়ারি ২০২৬, ০১:১০ পিএম
বাংলাদেশের মোটরসাইকেল বাজারে ১৫৫ সিসি সেগমেন্টে দীর্ঘ সময় ধরে রাজত্ব করছে সুজুকি জিক্সার মনোটোন। বর্তমানে সিসি সীমা ৩৭৫ পর্যন্ত উন্নীত হলেও, জিক্সারের নেকেড স্পোর্টস লুক এবং লো-মেইনটেন্যান্স পারফরম্যান্সের কারণে তরুণদের কাছে এর জনপ্রিয়তা এখনো তুঙ্গে। বাইক প্রেমীদের এই উন্মাদনা আরও বাড়িয়ে দিতে বছরের শুরুতেই 'র্যানকন মটর বাইকস লিমিটেড' নিয়ে এলো দুর্দান্ত এক অফার।
জানুয়ারি ২০২৬ জুড়ে সুজুকি জিক্সার মনোটোন সিরিজের ওপর চলছে আকর্ষণীয় ক্যাশব্যাক ও বিশেষ উপহারের মেলা।
নগদ মূল্যছাড়ের বিস্তারিত
তরুণদের পছন্দের এই বাইকটিতে বর্তমানে ৪০০০ টাকা সরাসরি ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। ক্যাশব্যাক পরবর্তী বর্তমান মূল্য তালিকা নিচে দেওয়া হলো:
সুজুকি জিক্সার মনোটোন: পূর্বের মূল্য ২,০৫,৯৫০ টাকা; বর্তমান অফার মূল্য মাত্র ২,০১,৯৫০ টাকা।
জিক্সার মনোটোন ক্লাসিক ম্যাট: পূর্বের মূল্য ২,০৮,৯৫০ টাকা; বর্তমান অফার মূল্য মাত্র ২,০৪,৯৫০ টাকা।

ক্যাশব্যাক ছাড়াও বাড়তি পাওনা
শুধুমাত্র দাম কমানোতেই সীমাবদ্ধ থাকেনি সুজুকি। গ্রাহকদের অভিজ্ঞতা আরও সহজ ও আনন্দদায়ক করতে অফারের সাথে থাকছে আরও কিছু বিশেষ সুবিধা:
ফ্রি বাইক কভার: প্রিয় বাইকটি সুরক্ষিত রাখতে প্রতিটি ক্রয়ের সাথে থাকছে আকর্ষণীয় বাইক কভার।
দ্রুত রেজিস্ট্রেশন: মাত্র ১ দিনেই বাইক রেজিস্ট্রেশন করার বিশেষ সুবিধা।
০% ইন্টারেস্টে কিস্তি: যারা বাজেট নিয়ে চিন্তিত, তারা ০% সুদে ৬ মাসের সহজ ইএমআই (EMI) সুবিধায় বাইকটি কিনতে পারবেন।
কেন জিক্সার মনোটোন সেরা?
স্টাইলিশ মাসকুলার বডি এবং শক্তিশালী ১৫৫ সিসি ইঞ্জিনের কারণে সুজুকি জিক্সার মনোটোন তরুণদের প্রথম পছন্দ। শহরে যাতায়াত কিংবা দীর্ঘ ট্যুরে এই বাইকের পারফরম্যান্স এবং জ্বালানি সাশ্রয় ক্ষমতা অতুলনীয়।
আরও পড়ুন: পুরনো বাইক বদলে নতুন হোন্ডা নেওয়ার সুযোগ, থাকছে ০% সুদে কিস্তি সুবিধা
র্যানকন মটর বাইকস লিমিটেড জানিয়েছে, দেশজুড়ে সুজুকির সকল অফিশিয়াল শোরুমে স্টক থাকা পর্যন্ত এই অফারটি কার্যকর থাকবে। তাই আপনার পছন্দের মডেলটি বেছে নিতে আজই যোগাযোগ করুন নিকটস্থ সুজুকি ডিলার পয়েন্টে।
এজেড