images

অটোমোবাইল

মাহিন্দ্রার চমক XUV 7XO: ৫৪০ ডিগ্রি ক্যামেরা ও ১৭টি অ্যাডভান্সড ফিচার

অটোমোবাইল ডেস্ক

০৯ জানুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম

অটোমোবাইল বাজারে আধুনিক প্রযুক্তির ঝিলিক নিয়ে এলো মাহিন্দ্রা। গাড়ি না কি ‘চলমান গ্যাজেট বক্স’—তা বোঝা দায়! বলছি মাহিন্দ্রার নতুন SUV, XUV 7XO-এর কথা। অত্যাধুনিক ডিজাইন আর দুর্ধর্ষ সব ফিচারের সমন্বয়ে গাড়িটি ইতিমধ্যেই গাড়িপ্রেমীদের নজর কেড়েছে।

ডিজাইন ও বাহ্যিক রূপ বাহ্যিক দিক থেকে মূল অবকাঠামোতে খুব বড় পরিবর্তন না এলেও এতে যোগ করা হয়েছে নতুন ১৯-ইঞ্চির প্রিমিয়াম অ্যালয় হুইল। যা গাড়িটিকে রাস্তায় চলাচলের সময় আরও বেশি রাজকীয় লুক দেয়।

ইন্টেরিয়র ও প্রযুক্তি এই গাড়ির আসল ম্যাজিক লুকিয়ে আছে এর ভেতরে। ইন্টেরিয়রে আনা হয়েছে বৈপ্লবিক পরিবর্তন। এতে রয়েছে তিনটি বড় ডিজিটাল স্ক্রিন। সাউন্ড সিস্টেমের জন্য ব্যবহার করা হয়েছে ডলবি অ্যাটমস সমৃদ্ধ ১৬-স্পিকারের হারম্যান কার্ডন (Harman Kardon) সিস্টেম। এছাড়া ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল এবং ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা তো থাকছেই।

নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করেনি মাহিন্দ্রা। গাড়িটিতে রয়েছে-

৫৪০ ডিগ্রি ক্যামেরা: যা গাড়ির চারপাশের নিখুঁত ভিউ নিশ্চিত করে।

955307mahindra-xuv-7xo

১৭টি ADAS ফিচার: অটো ইমার্জেন্সি ব্রেকিং থেকে শুরু করে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমের সব সুবিধাই মিলবে এতে।

সব মিলিয়ে ৭৫টিরও বেশি সেফটি ফিচারে ঠাসা এই গাড়িটি।

আরও পড়ুন: বৈদ্যুতিক গাড়ির বাজারে বিপ্লব ঘটাবে টাটার এই কম দামি এসইউভি

অন্যান্য আকর্ষণ প্রিমিয়াম ইন্টেরিয়রের পাশাপাশি এতে রয়েছে বিশাল এক প্যানোরামিক সানরুফ। মাঝারি আকারের SUV সেগমেন্টে এটি অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ডের সাথে কড়া প্রতিযোগিতার বার্তা দিচ্ছে।

দাম ও বুকিং ভারতীয় বাজারে নতুন মাহিন্দ্রা XUV 7XO-এর এক্স-শোরুম শুরুর দাম রাখা হয়েছে ১৩.৬৬ লাখ রুপি। আগ্রহী ক্রেতারা আগামী ১৪ জানুয়ারি (মকর সংক্রান্তি) থেকে গাড়িটির বুকিং দিতে পারবেন।

এজেড