অটোমোবাইল ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৬, ০১:৩০ পিএম
শীতকালে মোটরসাইকেল চালানো যেমন আরামদায়ক হতে পারে, তেমনি সঠিক প্রস্তুতি না থাকলে তা বিপজ্জনকও হয়ে উঠতে পারে। ভোরের কুয়াশা, ঠান্ডা বাতাস ও কম তাপমাত্রা শরীরকে দ্রুত অবশ করে দিতে পারে, যা রাইডারের প্রতিক্রিয়া ক্ষমতা ও মনোযোগে প্রভাব ফেলে। তাই শীত নিবারণের পাশাপাশি নিরাপদ রাইডিং নিশ্চিত করতে কিছু নির্দিষ্ট গিয়ার ব্যবহার করা অত্যন্ত জরুরি।
হেলমেট ও থার্মাল লাইনার
শীতকালে ফুল-ফেস হেলমেট ব্যবহার সবচেয়ে নিরাপদ। এতে ঠান্ডা বাতাস সরাসরি মুখে লাগে না। ভিসরের ভেতরে ফগিং প্রতিরোধের জন্য অ্যান্টি-ফগ শিল্ড বা পিনলক ব্যবহার করলে কুয়াশার মধ্যেও পরিষ্কার দেখা যায়। অনেক আধুনিক হেলমেটে থার্মাল লাইনার থাকে, যা মাথা ও কানের চারপাশ উষ্ণ রাখে।

উইন্টার জ্যাকেট
শীতকালে সাধারণ জ্যাকেট নয়, মোটরসাইকেল রাইডিংয়ের জন্য তৈরি উইন্টার জ্যাকেট ব্যবহার করা উচিত। এসব জ্যাকেটে উইন্ডপ্রুফ ও ওয়াটার-রেজিস্ট্যান্ট স্তর থাকে, যা ঠান্ডা বাতাস ও কুয়াশা থেকে শরীরকে রক্ষা করে। ভালো মানের জ্যাকেটে কাঁধ, কনুই ও পিঠে সুরক্ষা প্যাডও থাকে, যা দুর্ঘটনার সময় অতিরিক্ত নিরাপত্তা দেয়।
থার্মাল ইননার
শরীরের তাপমাত্রা ধরে রাখতে থার্মাল ইননার অত্যন্ত কার্যকর। জ্যাকেট ও প্যান্টের ভেতরে থার্মাল পরিধান করলে দীর্ঘ সময় ঠান্ডা বাতাসের মধ্যে থাকলেও শরীর উষ্ণ থাকে। এটি ঘাম শোষণ করতেও সাহায্য করে, ফলে অস্বস্তি কমে।

গ্লাভস
হাত ঠান্ডা হয়ে গেলে ব্রেক ও ক্লাচ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তাই শীতকালে পুরু, ইনসুলেটেড মোটরসাইকেল গ্লাভস ব্যবহার করা জরুরি। উইন্ডপ্রুফ ও গ্রিপযুক্ত গ্লাভস হাতকে উষ্ণ রাখার পাশাপাশি নিয়ন্ত্রণে সহায়তা করে। খুব বেশি ঠান্ডা এলাকায় হিটেড গ্লাভসও ব্যবহার করা যেতে পারে।
নেক ওয়ার্মার বা বালাক্লাভা
ঘাড় ও মুখের নিচের অংশ শীতকালে সবচেয়ে বেশি ঠান্ডা লাগে। নেক ওয়ার্মার বা বালাক্লাভা ব্যবহার করলে ঠান্ডা বাতাস সরাসরি শরীরে ঢুকতে পারে না। এটি কুয়াশা ও ধুলাবালিও কিছুটা প্রতিরোধ করে।
উইন্টার প্যান্ট ও নি গার্ড
শীতকালে সাধারণ জিন্স পর্যাপ্ত সুরক্ষা দিতে পারে না। উইন্ডপ্রুফ উইন্টার প্যান্ট বা রাইডিং প্যান্ট ব্যবহার করলে পা উষ্ণ থাকে। হাঁটু রক্ষার জন্য নি গার্ড বা প্যান্টের ভেতরে থাকা প্রটেক্টর দুর্ঘটনার ঝুঁকি কমায়।

মোজা ও বুট
পা ঠান্ডা হয়ে গেলে রাইডিংয়ে মনোযোগ নষ্ট হয়। তাই থার্মাল মোজা ও অ্যাঙ্কেল-হাই বা ফুল রাইডিং বুট ব্যবহার করা ভালো। এসব বুট ঠান্ডা থেকে সুরক্ষার পাশাপাশি পা ও গোড়ালিকে সুরক্ষা দেয়।
রেইন ও উইন্ড প্রটেকশন
শীতকালে কুয়াশা ও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকে। তাই সঙ্গে হালকা রেইন কভার বা উইন্ডচিটার রাখা ভালো। এটি অতিরিক্ত ঠান্ডা বাতাস ঢোকা রোধ করে শরীরের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে।
নিরাপদ রাইডিংয়ের জন্য পরামর্শ
শীতকালে শুধু গিয়ার ব্যবহারই নয়, ধীরগতিতে ও সতর্কভাবে মোটরসাইকেল চালানোও জরুরি। রাস্তায় কুয়াশা থাকলে হেডলাইট সব সময় চালু রাখা এবং দৃশ্যমানতা কম হলে ওভারটেক এড়িয়ে চলাই নিরাপদ।
আরও পড়ুন: শীতকালে মোটরসাইকেল কতদিন পর পর ধোয়া উচিত? জানুন সঠিক নিয়ম
শীত নিবারণের জন্য সঠিক গিয়ার ব্যবহার করলে মোটরসাইকেল চালানো যেমন আরামদায়ক হয়, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও অনেকটাই কমে। তাই শীত মৌসুমে রাস্তায় নামার আগে প্রয়োজনীয় গিয়ার নিশ্চিত করাই একজন দায়িত্বশীল রাইডারের প্রধান করণীয়।
এজেড