শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শীতকালে মোটরসাইকেল কতদিন পর পর ধোয়া উচিত? জানুন সঠিক নিয়ম

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম

শেয়ার করুন:

শীতকালে মোটরসাইকেল কতদিন পর পর ধোয়া উচিত? জানুন সঠিক নিয়ম
শীতকালে মোটরসাইকেল কতদিন পর পর ধোয়া উচিত? জানুন সঠিক নিয়ম

শীতের আগমনে প্রকৃতিতে যেমন পরিবর্তন আসে, তেমনি এর প্রভাব পড়ে আপনার প্রিয় দ্বিচক্র যান মোটরসাইকেলের ওপর। এই ঋতুতে বাতাসে ধুলাবালির পরিমাণ বেড়ে যায় এবং কুয়াশার সঙ্গে বাতাসে আর্দ্রতা বা শিশির মিশ্রিত থাকে। ফলে বাইকের চেইন, ইঞ্জিন এবং বডিতে খুব দ্রুত ময়লা ও জং ধরার শঙ্কা তৈরি হয়। অনেক বাইকারই দ্বিধায় থাকেন যে শীতকালে কতদিন পর পর বাইক ওয়াশ করা উচিত। অভিজ্ঞ মেকানিক ও বিশেষজ্ঞদের মতে, শীতকালীন বাইক রক্ষণাবেক্ষণের কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে।

কতদিন পর পর ধোয়া উচিত? শীতকালে বাইক ধোয়ার বিষয়টি মূলত নির্ভর করে আপনি প্রতিদিন কতটা পথ এবং কেমন রাস্তায় বাইক চালাচ্ছেন তার ওপর।


বিজ্ঞাপন


নিয়মিত ব্যবহারকারীদের জন্য: আপনি যদি প্রতিদিন কর্মক্ষেত্রে বা দীর্ঘ পথ যাতায়াত করেন, তবে সপ্তাহে অন্তত একবার বাইকটি ভালো করে ধোয়া উচিত। ধুলোবালি দীর্ঘক্ষণ বাইকের মেটাল অংশে জমে থাকলে রং নষ্ট হয়ে যেতে পারে।

অনিয়মিত ব্যবহারকারীদের জন্য: যারা বাইক খুব কম বের করেন, তারা ১০ থেকে ১৫ দিন পর পর ওয়াশ করতে পারেন। তবে মনে রাখবেন, ধুলোবালি না থাকলেও কুয়াশার কারণে আর্দ্রতা জমে বাইকের চেইনে জং ধরতে পারে, তাই ধোয়ার চেয়ে পরিষ্কার রাখার দিকে বেশি নজর দিতে হবে।

শীতকালে বাইক ধোয়ার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন:

১. সঠিক সময়ে ওয়াশ করা: শীতকালে রোদ ওঠার পর বা দুপুর বেলা বাইক ধোয়া সবচেয়ে ভালো। ভোরে বা রাতে ধুলে পানি দ্রুত শুকায় না, যা বাইকের নাট-বল্টুতে জং ধরাতে পারে।


বিজ্ঞাপন


২. শ্যাম্পু বা লিকুইড ক্লিনার ব্যবহার: রাস্তার ধুলোবালিতে অনেক সময় লবণের কণা বা ক্ষতিকর উপাদান থাকে। সাধারণ পানি দিয়ে ধুলে এগুলো পুরোপুরি যায় না। তাই বাইক পরিষ্কার করার জন্য ভালো মানের অটোমোবাইল শ্যাম্পু ব্যবহার করুন।

woman-washes-a-motorcycle-at-self-service-car-wash

৩. চেইন পরিষ্কার ও লুব করা: শীতকালে বাইকের চেইন খুব দ্রুত শুকিয়ে যায়। প্রতিবার বাইক ধোয়ার পর অবশ্যই চেইনটি ভালো করে পরিষ্কার করে নতুন করে 'চেইন লুব' (Chain Lube) ব্যবহার করুন। এটি বাইকের পারফরম্যান্স ভালো রাখে।

৪. ইঞ্জিন ও ইলেকট্রিক পার্টস শুকানো: ধোয়ার পর বাইকটি ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। সম্ভব হলে কিছুক্ষণ রোদে রাখুন অথবা এয়ার কম্প্রেসর দিয়ে পানি বের করে দিন। স্পার্ক প্লাগ বা সুইচ প্যানেলে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন।

আরও পড়ুন: শীতে মোটরসাইকেলের যত্ন

৫. পলিশ বা ওয়াক্সিং: শীতের রুক্ষতা থেকে বাইকের বডি রক্ষা করতে ওয়াশ করার পর ভালো মানের ওয়াক্স বা পলিশ ব্যবহার করতে পারেন। এটি বাইকের উজ্জ্বলতা ধরে রাখার পাশাপাশি ধুলোবালি সরাসরি বডিতে বসতে বাধা দেয়।

মোটরসাইকেল শুধু যাতায়াতের মাধ্যম নয়, অনেকের কাছে এটি আবেগের জায়গা। তাই শীতের এই শুষ্ক মৌসুমে বাইকের একটু বাড়তি যত্ন আপনার যাতায়াতকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর