images

অটোমোবাইল

রয়্যাল এনফিল্ডের নতুন চমক: আসছে ইলেকট্রিক স্ক্র্যাম্বলার ফ্লাইং ফ্লি

অটোমোবাইল ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম

ইলেকট্রিক টু-হুইলার বা বৈদ্যুতিক মোটরসাইকেলের বাজারে আধিপত্য বিস্তারে বড়সড় পদক্ষেপ নিল রয়্যাল এনফিল্ড। কোম্পানির প্রথম ইলেকট্রিক বাইক ‘ফ্লাইং ফ্লি সি৬’-এর পর এবার ভারতে পেটেন্ট করা হয়েছে এর দ্বিতীয় মডেল— ‘ফ্লাইং ফ্লি এস৬ স্ক্র্যাম্বলার’ (Royal Enfield Flying Flea S6 Scrambler)। আধুনিক প্রযুক্তি ও ক্ল্যাসিক স্ক্র্যাম্বলার লুকের মিশেলে তৈরি এই বাইকটি মূলত শহরকেন্দ্রিক রাইডারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।

নান্দনিক ডিজাইন ও শক্তিশালী কাঠামো

এস৬ মডেলটির প্রধান আকর্ষণ এর হালকা ওজন এবং স্ক্র্যাম্বলার স্টাইল। বাইকটির কেন্দ্রে রয়েছে বিশেষ চ্যাসিসের ওপর বসানো মাল্টি-ফিনড ম্যাগনেসিয়াম ব্যাটারি কেস। এই উদ্ভাবনী নকশা বাইকটিকে যেমন শক্তিশালী করেছে, তেমনি দিয়েছে একটি প্রিমিয়াম ও স্টাইলিশ লুক। মূলত ইভি প্রযুক্তির আধুনিক প্যাকেজিংয়ের সঙ্গে স্ক্র্যাম্বলারের রুক্ষ মেজাজকে এখানে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

re1

উন্নত হার্ডওয়্যার ও আধুনিক ফিচার

শহরের ব্যস্ত রাস্তা এবং হালকা অফ-রোড— দুই জায়গাতেই সমান পারফরম্যান্স দিতে সক্ষম এই বাইক। এর হার্ডওয়্যার ফিচারে রয়েছে:

সাসপেনশন: সামনে আপসাইড-ডাউন (USD) ফর্ক এবং পেছনে মোনোশক সাসপেনশন।

চাকা ও টায়ার: সামনে ১৯ ইঞ্চি এবং পেছনে ১৮ ইঞ্চির স্পোক হুইল। ডুয়েল-পারপাস টায়ার থাকায় এটি অসমতল বা কাঁচা রাস্তায় অনায়াসেই চলতে পারবে।

প্রযুক্তি: গোলাকার টিএফটি (TFT) টাচস্ক্রিন ডিসপ্লে, জিপিএস নেভিগেশন এবং স্মার্টফোন কানেক্টিভিটি।

রাইডিং অ্যাসিস্ট: নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের জন্য এতে থাকছে ক্রুজ কন্ট্রোল এবং একাধিক রাইডিং মোড।

royal-enfield-flying-flea-electric-motorcycle

বাজারে আসার সময়

সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ‘মোটোভার্স ২০২৫’-এ বাইকটি প্রথম প্রদর্শন করা হয়। যদিও ব্যাটারি ক্ষমতা, মোটরের শক্তি বা রেঞ্জ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য গোপন রেখেছে কোম্পানি। তবে ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের শেষ নাগাদ ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে এই ইলেকট্রিক স্ক্র্যাম্বলার।

আরও পড়ুন: ই-বাইক: খরচ বাঁচালেও ব্যাটারি নষ্ট হলেই বড় ক্ষতি, জানুন ব্যাটারির যত্ন

পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার সঙ্গে যারা রয়্যাল এনফিল্ডের সেই চিরচেনা ঐতিহ্যের স্বাদ পেতে চান, তাদের জন্য ‘ফ্লাইং ফ্লি এস৬’ একটি আদর্শ পছন্দ হতে যাচ্ছে।

এজেড