অটোমোবাইল ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫, ০২:১১ পিএম
কাওয়াসাকি ইন্ডিয়া ভারতের বাজারে তাদের জনপ্রিয় মোটরসাইকেল নিনজা ৬৫০ (Ninja 650)-এর ২০২৬ সংস্করণ উন্মোচন করেছে। দিল্লিতে এই শক্তিশালী বাইকটির এক্স-শোরুম মূল্য নির্ধারণ করা হয়েছে ৭.৯১ লাখ রুপি। ২০২৫ সালের মডেলের তুলনায় নতুন এই সংস্করণের দাম প্রায় ১৪,০০০ রুপি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারতে এই বাইকটি শুধুমাত্র 'লাইম গ্রিন' বা চুনা সবুজ রঙে পাওয়া যাবে, যাতে যোগ করা হয়েছে আকর্ষণীয় নতুন গ্রাফিক্স। এই নতুন নকশা বাইকটির স্পোর্টি বা খেলুড়ে ভাবকে আরও জোরালো করে তুলেছে।
পরিবেশবান্ধব ইঞ্জিন ও কর্মক্ষমতা
নতুন ২০২৬ কাওয়াসাকি নিনজা ৬৫০-এর ইঞ্জিনে বড় পরিবর্তন হলো এটি এখন ই২০ (E20) জ্বালানি বিধিসম্মত। অর্থাৎ, এটি ইথানল মিশ্রিত পেট্রোলে চলতে সক্ষম। তবে ইঞ্জিনের শক্তিতে কোনো পরিবর্তন আনা হয়নি। এতে রয়েছে পূর্বের মতোই ৬৪৯ সিসি লিকুইড-কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৮,০০০ আরপিএম-এ ৬৭ বিএইচপি শক্তি এবং ৬২.১ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। ৬-স্পিড গিয়ারবক্স সমৃদ্ধ এই ইঞ্জিনটি এর মসৃণ চলন এবং চমৎকার গতির জন্য বাইক প্রেমীদের কাছে বিশেষভাবে পরিচিত।

গঠনশৈলী ও ব্রেকিং প্রযুক্তি
বাইকটির যান্ত্রিক কাঠামো ও যন্ত্রাংশ আগের মতোই শক্তিশালী রাখা হয়েছে। এর সাসপেনশনে সামনে রয়েছে ইনভার্টেড ফর্ক এবং পেছনে মোনোশক প্রযুক্তি। আরামদায়ক ও স্থিতিশীল ভ্রমণের জন্য এতে ব্যবহার করা হয়েছে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল। নিরাপত্তার কথা মাথায় রেখে ব্রেকিং সিস্টেমে সামনে ৩০০ মিলিমিটারের দ্বৈত (ডুয়েল) ডিস্ক এবং পেছনে ২২০ মিলিমিটারের একক ডিস্ক ব্রেক যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: কাওয়াসাকির নতুন চমক: বাজারে আসছে ক্ল্যাসিক বাইক ডব্লিউ ২৩০
বাজার সম্ভাবনা ও রাইডারদের প্রত্যাশা
নিনজা ৬৫০ দীর্ঘ সময় ধরে মধ্যম সারির সুপারস্পোর্ট বাইক বাজারে নিজের অবস্থান শক্ত করে রেখেছে। যদিও আন্তর্জাতিক বাজারে এই বাইকটির আরও কিছু গাঢ় রঙের সংস্করণ (ডার্ক শেড) পাওয়া যায়, যা ভারতের বাজারেও প্রত্যাশিত ছিল। তবে লাইম গ্রিন রঙের সাথে নতুন গ্রাফিক্সের সমন্বয় বাইকটিকে যথেষ্ট আধুনিক ও দর্শনীয় করে তুলেছে। যারা একইসাথে গতি, আভিজাত্য এবং স্থায়িত্ব খুঁজছেন, তাদের জন্য এই নতুন সংস্করণটি একটি আদর্শ পছন্দ হতে পারে। আগ্রহীরা নিকটস্থ শোরুমে গিয়ে বাইকটির নতুন রূপ দেখে নিতে পারেন।
এজেড