স্পোর্টস বাইকের জন্য বিখ্যাত জাপানি কোম্পানি কাওয়াসাকি এবার নজর দিয়েছে মডার্ন ক্ল্যাসিক সেগমেন্টে। কাওয়াসাকি ইন্ডিয়া সম্প্রতি তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন রোডস্টার বাইক কাওয়াসাকি ডব্লিউ ২৩০ (Kawasaki W230) মডেলের টিজার প্রকাশ করেছে। গত মাসে ইউরোপে ঘোষিত এই বাইকটি ডব্লিউ সিরিজের ঐতিহ্যের অংশ। টিজারটি প্রকাশের পর থেকেই ভারতের বাজারে বাইকটি লঞ্চ হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে এবং বাইক প্রেমীদের মধ্যে শুরু হয়েছে নতুন জল্পনা।

বিজ্ঞাপন
ইঞ্জিনের ক্ষমতা ও স্পেসিফিকেশন কাওয়াসাকি ডব্লিউ ২৩০ মডেলের প্রধান শক্তির উৎস হলো এর ২৩৩ সিসির এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৭০০০ আরপিএম গতিতে ১৭.৩ বিএইচপি শক্তি এবং ৫৮০০ আরপিএম গতিতে ১৮.৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। স্পেক শিট অনুযায়ী এটি একটি এন্ট্রি লেভেল মডার্ন ক্ল্যাসিক বাইক, যা চালানো বেশ সহজ হবে। জ্বালানি ছাড়া বাইকটির ওজন মাত্র ১৩৩ কেজি এবং মাটি থেকে সিটের উচ্চতা ৭৪৫ মিমি হওয়ায় এটি সব ধরনের চালকের জন্য বেশ আরামদায়ক হবে।

ডিজাইন ও ফিচার বাইকটির ডিজাইনে ডব্লিউ সিরিজের পুরনো ঐতিহ্য এবং আধুনিকতার মিশ্রণ ঘটানো হয়েছে। এতে রয়েছে ১২ লিটারের ফুয়েল ট্যাঙ্ক এবং ১৫০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সাসপেনশনের ক্ষেত্রে সামনে ৩৭ মিমি টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে প্রিলোড অ্যাডজাস্টেবল টুইন শক ব্যবহার করা হয়েছে। ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ২৬৫ মিমি এবং পেছনে ২২০ মিমির সিঙ্গেল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। বাইকটির সামগ্রিক গঠন ভারতের ৩৫০ সিসির কম শক্তির মডার্ন ক্লাসিক সেগমেন্টে বড় প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন
সম্ভাব্য দাম ও প্রতিদ্বন্দ্বী কাওয়াসাকি যদি এই মডেলটি ভারতের স্থানীয় কারখানায় তৈরি করে এবং কেএলএক্স ২৩০ (KLX230) মডেলের মতো আকর্ষণীয় দামে বাজারে আনে, তবে এটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাতে পারে। ভারতে বাইকটির সম্ভাব্য এক্স শোরুম দাম ১.৭৫ লক্ষ টাকা বা তার আশেপাশে হতে পারে। বাজারে এলে এটি সরাসরি রয়্যাল এনফিল্ড ৩৫০ সিরিজ, টিভিএস রনিন এবং জাওয়া ইয়েজদি ৩৫০ মডেলের সঙ্গে কড়া টেক্কা দেবে।
আরও পড়ুন: প্রতিদিন ১০-২০ কিমি যাতায়াত করেন? কত সিসির বাইক আপনার জন্য উপযুক্ত
এখন অপেক্ষা শুধু অফিশিয়াল ঘোষণার। কাওয়াসাকির এই নতুন পদক্ষেপ সাব ৩৫০ সিসি সেগমেন্টে প্রতিযোগিতার বাজারে নতুন কী চমক নিয়ে আসে, সেটাই এখন দেখার বিষয়।
এজেড

