images

অটোমোবাইল

বাজাজ ১৫০ সিসির নতুন পালসার মোটরসাইকেল আনল

অটোমোবাইল ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম

ভারতের বাজারে দীর্ঘ সময় ধরে জনপ্রিয় বাজাজ পালসার ১৫০ মোটরসাইকেলটির নতুন সংস্করণ উন্মোচন করেছে বাজাজ অটো। এবারের সংস্করণে মূলত বাহ্যিক নকশা এবং আধুনিক কিছু সুযোগ-সুবিধা যোগ করা হলেও যান্ত্রিক কাঠামো আগের মতোই রাখা হয়েছে। নতুন এই পালসার ১৫০-এর বাজারমূল্য শুরু হয়েছে ১,০৮,৭৭২ রুপি থেকে। এর মধ্যে প্রাথমিক সিঙ্গেল ডিস্ক ভ্যারিয়েন্টের দাম সবচেয়ে কম, যেখানে উন্নত টুইন ডিস্ক সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ১,১৫,৪৮১ রুপি।

আধুনিক নকশা ও নতুন আলোকসজ্জা

পালসার ১৫০ তার চিরাচরিত শক্তিশালী ও পেশিবহুল গড়ন বজায় রেখেছে। তবে বাজাজ এতে নতুন রঙের সমাহার এবং আকর্ষণীয় গ্রাফিক্স যুক্ত করে বাইকটিকে আরও আধুনিক করে তুলেছে। এবারের সংস্করণের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো এর এলইডি হেডল্যাম্প এবং এলইডি টার্ন ইন্ডিকেটর। এই নতুন আলোকসজ্জা রাতের অন্ধকারে চালকের সামনে দেখার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাইকটিকে একটি প্রিমিয়াম লুক প্রদান করেছে।

Bajajpulsar150-1766665346653_v

অপরিবর্তিত যান্ত্রিক সক্ষমতা

যান্ত্রিক ও কারিগরি দিক থেকে বাইকটিতে কোনো বড় পরিবর্তন আনা হয়নি। এটি আগের মতোই ১৪৯.৫ সিসি এয়ার-কুলড ইঞ্জিনে চালিত, যা সর্বোচ্চ ১৩.৮ বিএইচপি ক্ষমতা এবং ১৩.২৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনের শক্তি সঞ্চালনের জন্য এতে রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স। এছাড়া আরামদায়ক ভ্রমণের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে দ্বৈত স্প্রিং সাসপেনশন ব্যবহার করা হয়েছে। চাকা হিসেবে থাকছে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল।

আরও পড়ুন: কাওয়াসাকির নতুন চমক: বাজারে আসছে ক্ল্যাসিক বাইক ডব্লিউ ২৩০

বাজার অবস্থান ও উপযোগিতা

দীর্ঘদিন বাজারে থাকলেও সাশ্রয়ী দাম এবং স্পোর্টি লুকের কারণে পালসার ১৫০-এর জনপ্রিয়তা এখনও অক্ষুণ্ণ রয়েছে। বাজাজ কর্তৃপক্ষ নিয়মিত বিরতিতে ছোটখাটো আপডেট দেওয়ার মাধ্যমে এই আইকনিক বাইকটিকে তরুণ প্রজন্মের কাছে জীবন্ত রেখেছে। যারা বাজেটের মধ্যে একটি টেকসই এবং শক্তিশালী বাইক খুঁজছেন, তাদের জন্য নতুন এই পালসার ১৫০ একটি চমৎকার বিকল্প হতে পারে। বর্তমানে শোরুমগুলোতে নতুন রঙ ও ফিচারে বাইকটি প্রদর্শিত হচ্ছে।

এজেড