অটোমোবাইল ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ এএম
একসময় যে স্পোর্টস বাইকটিকে অনেক তরুণ স্বপ্নের বাহন হিসেবে দেখতেন, আজ সেটিই অনেক বেশি সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে। হোন্ডা তাদের জনপ্রিয় স্পোর্টস মোটরসাইকেল হর্নেট ১২৫ সিসি মডেলের দামে বড় পরিবর্তন এনেছে। দামে কাটছাঁটের ফলে বাইকটি এখন যুবসমাজের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের ক্রেতাদের কাছেও বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। স্টাইলিশ নকশা, আধুনিক ফিচার ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের কারণে বাজারে এর চাহিদা বাড়ছে।
হোন্ডা হর্নেট ১২৫ সিসির নতুন দাম
সম্প্রতি হোন্ডা হর্নেট ১২৫ সিসি বাইকের দামে উল্লেখযোগ্য কাটছাঁট করা হয়েছে। বর্তমানে এই বাইকটির এক্স শোরুম মূল্য ভারতে ১ লাখ ৪ হাজার রুপি এবং অন রোড দাম প্রায় ১ লাখ ২৩ হাজার রুপির কাছাকাছি। আগের তুলনায় প্রায় ১০ হাজার রুপি কম দামে বাইকটি পাওয়া যাচ্ছে, যা অনেক ক্রেতার জন্যই স্বস্তির খবর।

ডিজাইন ও ফিচারে আধুনিকতার ছোঁয়া
হোন্ডা হর্নেট ১২৫ সিসি বাইকটি আধুনিক নকশা ও আকর্ষণীয় লুকের জন্য বেশ পরিচিত। এতে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটার, ডাবল শক অ্যাবজর্ভার, স্টাইলিশ মাফলার এবং নজরকাড়া হেডলাইট। স্পোর্টি ডিজাইনের পাশাপাশি আরামের বিষয়টিও ভালোভাবে বিবেচনা করা হয়েছে।
নিরাপত্তা ও আরামের ভারসাম্য
নিরাপত্তার ক্ষেত্রে হোন্ডা হর্নেট ১২৫ সিসি বেশ নির্ভরযোগ্য একটি বাইক। এতে উন্নত মানের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, যা রাইডিংয়ের সময় ভালো নিয়ন্ত্রণ নিশ্চিত করে। পাশাপাশি দুই আরোহীর জন্য রয়েছে প্রশস্ত ও আরামদায়ক সিট, যা দীর্ঘ সময় চলার সময় ক্লান্তি কমাতে সাহায্য করে।

মাইলেজ ও দৈনন্দিন ব্যবহারে সুবিধা
হর্নেট ১২৫ সিসি বাইকটি স্টাইল ও মাইলেজের মধ্যে ভালো সমন্বয় তৈরি করেছে। শহরের দৈনন্দিন যাতায়াতের জন্য যেমন এটি উপযোগী, তেমনি মাঝারি দূরত্বের রাইডেও বাইকটি নির্ভরযোগ্য পারফরম্যান্স দেয়। রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলক কম হওয়ায় এটি মধ্যবিত্ত পরিবারের জন্য বাস্তবসম্মত একটি পছন্দ।
কেন বাড়ছে বিক্রি
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক দামে কাটছাঁট এবং আকর্ষণীয় ফিচারের কারণেই হোন্ডা হর্নেট ১২৫ সিসির বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ক্রেতারা এখন এই বাইকটিকে আগের তুলনায় আরও সাশ্রয়ী ও আধুনিক বিকল্প হিসেবে দেখছেন।
আরও পড়ুন: ইয়ামাহা ২০০ সিসির নতুন সুপার স্পোর্টস বাইক আনছে
বাজারে বাড়ছে হর্নেটের জনপ্রিয়তা
দাম কমার পাশাপাশি স্টাইলিশ নকশা ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের কারণে হোন্ডা হর্নেট ১২৫ সিসি আবারও বাজারে আলোচনায় এসেছে। একসময় স্বপ্নের বাইক হিসেবে পরিচিত এই মডেলটি এখন অনেকের নাগালের মধ্যে চলে আসায় ক্রেতাদের আগ্রহ দ্রুত বাড়ছে।
এজেড