সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইয়ামাহা ২০০ সিসির নতুন সুপার স্পোর্টস বাইক আনছে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ এএম

শেয়ার করুন:

ইয়ামাহা ২০০ সিসির নতুন সুপার স্পোর্টস বাইক
ইয়ামাহা ২০০ সিসির নতুন সুপার স্পোর্টস বাইক

ইয়ামাহা ভারতের বাজারে নতুন একটি সুপার স্পোর্টস মোটরসাইকেল আনার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি ভারতে ইয়ামাহা ওয়াইজেডএফ–আর২ নামটি ট্রেডমার্ক বা বাণিজ্যিক স্বত্বচিহ্ন হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এর ফলে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে সংস্থা একটি নতুন ২০০ সিসি সুপার স্পোর্টস বাইক নিয়ে কাজ করছে।

এই আসন্ন বাইকটি বর্তমান Yamaha R15-এর তুলনায় আরও শক্তিশালী হবে এবং সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে কেটিএম আরসি ২০০ ও হিরো কারিজমা এক্সএমআর-এর সঙ্গে।


বিজ্ঞাপন


Yamaha YZF-R2: ইঞ্জিন ও পারফরম্যান্সে বড় লাফ

এই নতুন বাইকের হৃদয়ে থাকতে পারে Yamaha R15-এ ব্যবহৃত ১৫৫ সিসি তরল শীতলীকৃত এক সিলিন্ডার ইঞ্জিনের আরও শক্তিশালী সংস্করণ। বর্তমানে R15-এর এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১৮.১ ব্রেক হর্সপাওয়ার শক্তি এবং ১৪.২ নিউটন মিটার টর্ক পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, ২০০ সিসি সংস্করণে এই ইঞ্জিন থেকে প্রায় ২৪.৬ ব্রেক হর্সপাওয়ার শক্তি এবং ১৯ নিউটন মিটার টর্ক উৎপন্ন হতে পারে, যা পারফরম্যান্সে বড় ধরনের উন্নতি আনবে।

hq720


বিজ্ঞাপন


সুপার স্পোর্টস লাইনে বড় ফাঁক পূরণের পরিকল্পনা

বর্তমানে ইয়ামাহার সুপার স্পোর্টস মোটরসাইকেল তালিকায় রয়েছে শুধু R15 এবং R3। এই দুই মডেলের মাঝখানে দীর্ঘদিন ধরেই একটি বড় শূন্যতা ছিল। Yamaha YZF-R2 বাজারে এলে এই ফাঁক অনেকটাই পূরণ হবে এবং কেটিএম ও হিরোর মতো প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলোর সঙ্গে আরও শক্ত প্রতিযোগিতা গড়ে তোলা সম্ভব হবে।

অনেকে ধারণা করছেন, R2 হয়তো R15-এর জায়গা নিতে পারে। তবে সেই সম্ভাবনা খুবই কম। কারণ ১৫৫ সিসি প্ল্যাটফর্মটি ইতিমধ্যেই ব্যাপকভাবে সফল, এবং এটিকে তুলনামূলক বেশি দামের মডেল দিয়ে বদলে দেওয়ার বিশেষ যুক্তি নেই।

লঞ্চ ও দামের সম্ভাব্য ধারণা

এই বাইকের লঞ্চ সময়সূচি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের উৎসব মৌসুমে অথবা ২০২৭ সালের শুরুতে ভারতে Yamaha YZF-R2 আত্মপ্রকাশ করতে পারে।

yamaha-has-trademarked-the-name-yzf-r2-in-india-1024x576

দামের ক্ষেত্রে প্রত্যাশা করা হচ্ছে, এক্স-শোরুম মূল্য যদি ২.১০ লাখ থেকে ২.২০ লাখ রুপির মধ্যে রাখা হয়, তাহলে সেটিই হবে সবচেয়ে বাস্তবসম্মত ও প্রতিযোগিতামূলক।

বাজারে নতুন উত্তেজনার অপেক্ষা

Yamaha YZF-R2 বাজারে এলে ভারতের ২০০ সিসি সুপার স্পোর্টস সেগমেন্টে নতুন মাত্রার প্রতিযোগিতা শুরু হবে। R15-এর সাফল্যের ওপর ভর করে আরও শক্তিশালী একটি বাইক আনা ইয়ামাহার জন্য নিঃসন্দেহে একটি বুদ্ধিদীপ্ত কৌশল।

আরও পড়ুন: কাওয়াসাকির এই নিনজা মোটরসাইকেলে বিশাল মূল্য ছাড়!

এখন বাইকপ্রেমীদের অপেক্ষা—কবে এই নতুন সুপার স্পোর্টস মেশিন রাস্তায় নামবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর