images

অটোমোবাইল

ফের বাজারে ফিরছে নিসানের ৭ আসনের প্রাইভেট কার

অটোমোবাইল ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ এএম

ভারতীয় বাজারে ফের জোরালোভাবে এন্ট্রি নিতে চলেছে নিসান। আগামী ১৮ ডিসেম্বর তাদের নতুন ৭ আসনের মাল্টি পারপাস ভেহিকেলের (এমপিভি) প্রথম অফিসিয়াল ডিজাইন প্রকাশ করা হবে। এই নতুন গাড়িটি ২০২৬ সালে বাজারে আনার পরিকল্পনা করেছে সংস্থাটি। সাব-৪ মিটার সেগমেন্টে এটি একটি এন্ট্রি-লেভেল ফ্যামিলি কার হিসেবে আত্মপ্রকাশ করবে।

ট্রাইবারের প্ল্যাটফর্মে হলেও ডিজাইনে আলাদা পরিচয়

নিসানের এই নতুন ৭ আসনের গাড়িটি রেনো ট্রাইবারের সঙ্গে একই প্ল্যাটফর্ম শেয়ার করবে। তবে ডিজাইনের ক্ষেত্রে নিসান নিজস্ব স্টাইলিং বজায় রাখছে, যাতে গাড়িটিকে আলাদা করে চেনা যায়। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন রাস্তায় টেস্টিংয়ের সময় গাড়িটিকে একাধিকবার দেখা গেছে, যা থেকে এর সামগ্রিক গঠন সম্পর্কে ধারণা পাওয়া গেছে।

সম্পূর্ণ নতুন সামনের ডিজাইন

টিজার ও স্পাই ছবিতে দেখা যাচ্ছে, গাড়িটির সামনের অংশ ট্রাইবারের থেকে একেবারেই আলাদা। সামনে থাকবে বড় আকারের গ্রিল, পিছনের দিকে টানা হেডল্যাম্প এবং বাম্পারের নিচে বড় সি-আকৃতির ট্রিম। এ-পিলারের ঢালু গঠন গাড়ির ফ্লোয়িং লাইনের সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। গাড়িটির দৈর্ঘ্য ৪ মিটারের নীচে রাখা হয়েছে এবং স্টেপড রুফ ডিজাইনের কারণে তিন সারি আসনেই পর্যাপ্ত হেডরুম পাওয়া যাবে। পিছনের দিকের টেলগেট ডিজাইনও আলাদা হবে, যাতে ট্রাইবারের সঙ্গে স্পষ্ট পার্থক্য বোঝা যায়।

serena_v1.png.ximg.l_6_m.smart

ইন্টিরিয়রে মিলবে পরিচিত ফিচার

গাড়ির ভিতরের অংশে ট্রাইবারের সঙ্গে কিছুটা মিল থাকলেও নিসান নিজস্ব কিছু ডিজাইন পরিবর্তন আনতে পারে। তবে ফিচার ও প্রযুক্তির দিক থেকে দুই গাড়ির মধ্যে অনেক কিছুই শেয়ার করা হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে ব্যবহারিক দিক থেকে পরিচিত অভিজ্ঞতাই পাবেন ক্রেতারা।

আরও পড়ুন: ২০২৬ সালের জানুয়ারিতে আসছে মাহিন্দ্রার নতুন এসইউভি

ইঞ্জিন একই, দামে সামান্য পার্থক্য

নিসানের এই নতুন এমপিভিতে ট্রাইবারের মতোই ১.০ লিটার থ্রি-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হবে, যা ৭১ বিএইচপি শক্তি এবং ৯৬ এনএম টর্ক উৎপন্ন করে। গিয়ারবক্স হিসেবে থাকবে ম্যানুয়াল ও অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশনের অপশন। দামের ক্ষেত্রে ট্রাইবারের তুলনায় এটি সামান্য প্রিমিয়াম হতে পারে। ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে দাম ঘোষণা করা হতে পারে।

ফ্যামিলি ক্রেতাদের জন্য নতুন বিকল্প

সাব-৪ মিটার ৭ আসনের সেগমেন্টে নিসানের এই নতুন গাড়িটি সরাসরি রেনো ট্রাইবারের সঙ্গে প্রতিযোগিতায় নামবে। প্রিমিয়াম লুক, আলাদা স্টাইলিং ও নিসানের ব্র্যান্ড ভ্যালুর জোরে এটি অনেক ফ্যামিলি ক্রেতার নজর কাড়তে পারে। ১৮ ডিসেম্বরের পর গাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে।

এজেড