মাহিন্দ্রা তাদের জনপ্রিয় তিন সারির ক্রীড়া ফিচারের বহুমুখী গাড়ি এক্স ইউ ভি ৭০০–এর পরিবর্তিত সংস্করণ আনতে চলেছে। যার মডেল মাহিন্দ্রা এক্স ইউ ভি ৭ এক্স ও। এক্স ইউ ভি ৩০০–কে এক্স ইউ ভি ৩ এক্স ও নামকরণ করার মতোই এবার এক্স ইউ ভি ৭০০–এর নতুন নাম হচ্ছে এক্স ইউ ভি ৭ এক্স ও। কোম্পানি প্রকাশিত প্রথম অফিসিয়াল টিজারে জানিয়েছে, গাড়িটির বিশ্বমঞ্চে উন্মোচন হবে ৫ জানুয়ারি ২০২৬। সম্প্রতি এক্স ই ভি ৯ এস বৈদ্যুতিক ক্রীড়ামোদী বহুমুখী গাড়ি প্রকাশের মাত্র এক মাস পরই এই নতুন মডেলের আগমন ঘটছে। এক্স ইউ ভি ৭০০ বর্তমানে মাহিন্দ্রার সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেলগুলোর একটি। মাত্র চার বছরে এই গাড়ির তিন লক্ষের বেশি ইউনিট বিক্রি হয়েছে। তাই উন্মোচনের পর অল্প সময়ের মধ্যেই বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।
এক্স ইউ ভি ৭ এক্স ও: প্রথম টিজারে যা দেখা গেল
বিজ্ঞাপন
মাহিন্দ্রা প্রকাশিত ১৪ সেকেন্ডের টিজারটি অত্যন্ত সংক্ষিপ্ত হলেও তাতে কিছু গুরুত্বপূর্ণ নতুন বৈশিষ্ট্য দেখা গেছে। এতে নতুন আলোক–নির্গমক যমজ প্রক্ষেপক সামনের বাতি, নতুন নকশার দৈনন্দিন চলাচলের আলো, আবরণ ধাতব অংশসহ নতুন সামনের জালিকা এবং পেছনে নতুন আলোক–নির্গমক সাইলেন্সার দেখা গেছে। যেখানে চাকচিক্যময় মৌচাক আকৃতির নকশা ব্যবহার করা হয়েছে, যা সম্প্রতি প্রকাশিত এক্স ই ভি ৯ এস–এর মতোই। টিজারের শেষে স্পষ্টভাবে “এক্স ইউ ভি ৭ এক্স ও” নামটি প্রদর্শন করা হয়েছে। তবে এতে নতুন চাকা দেখানো হয়নি। বাইরের পরিবর্তন মূলত সামনের ও পেছনের অংশেই সীমিত থাকবে বলে ধারণা করা হচ্ছে এবং কিছু নতুন রঙের সম্ভাবনাও রয়েছে।

অভ্যন্তরীণ বিন্যাস ও সুবিধায় বড় পরিবর্তন
গোপনে ধারণ করা ছবিতে দেখা গেছে, এক্স ইউ ভি ৭ এক্স ও–তে এক্স ই ভি ৯ এস–এর মতোই তিনটি পর্দার সমন্বিত বিন্যাস থাকবে—চালকের ডিসপ্লে, বিনোদন ও নিয়ন্ত্রণ পর্দা এবং সহ–যাত্রীর জন্য আলাদা পর্দা। এছাড়া বায়ুচলন–সুবিধাযুক্ত পেছনের আসন, পরিচালনযোগ্য বস মোড (দ্বিতীয় সারির আসন সামনে–পিছনে সরানো ও হেলানো যায়)–সহ আরও বেশ কিছু উচ্চমানের সুবিধা এক্স ই ভি ৯ এস থেকে নেওয়া হতে পারে। ফলে অভ্যন্তরীণ বিন্যাস আরও আধুনিক ও বিলাসপূর্ণ হতে চলেছে।
বিজ্ঞাপন
ইঞ্জিন ও গিয়ারবাক্স অপরিবর্তিত
শক্তি উৎপাদন ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। বর্তমান এক্স ইউ ভি ৭০০–এর মতোই ২.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন এবং ২.২ লিটার ডিজেল ইঞ্জিন থাকবে। হাতে পরিবর্তনযোগ্য ও স্বয়ংক্রিয়—দুই ধরনের গিয়ারবাক্সই পাওয়া যাবে। অর্থাৎ গতি ও কর্মক্ষমতায় পরিবর্তন না এলেও নকশা ও সুবিধায় বড় পরিবর্তন দেখা যাবে।
আরও পড়ুন: বাজারে আসছে নতুন কিয়া সেলটোস ২০২৬ মডেল
সম্ভাব্য মূল্য
মাহিন্দ্রা সাধারণত প্রতিযোগিতামূলক মূল্য নীতি অনুসরণ করে। এক্স ইউ ভি ৭ এক্স ও–এর দাম প্রায় ১৪ লক্ষ রুপি থেকে ২৪.৫০ লক্ষ রুপি (শোরুম–মূল্য) হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বর্তমান এক্স ইউ ভি ৭০০–এর দামের সঙ্গে খুব বেশি ব্যবধান হবে না। এক্স ইউ ভি ৭০০–এর অগাধ জনপ্রিয়তা বিবেচনায় রেখে মাহিন্দ্রা এই নতুন সংস্করণটিকে আরও আকর্ষণীয় করতে চাইছে। তাই ৫ জানুয়ারি ২০২৬–কে সামনে রেখে পুরো অটোমোবাইল বাজার এখন অপেক্ষায় রয়েছে।
এজেড

