images

অটোমোবাইল

শিশুদের জন্য ইলেকট্রিক ডার্ট বাইক আনল হিরো

অটোমোবাইল ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ এএম

প্রাপ্তবয়স্করা যদি ইলেকট্রিক বাইকের স্বাদ নিতে পারে, তবে শিশুরা কী দোষ করল? সেই ভাবনা থেকেই কচিকাচাদের জন্য ইলেকট্রিক বাইক লঞ্চ করে তাক লাগাল হিরো মোটোকর্পের বৈদ্যুতিক শাখা ভিডা। তাও আবার সাধারণ কোনো মডেল নয়, একেবারে ডার্ট বাইক। মডেলটির নাম ভিডা ডার্ট.ই কে থ্রি।

এই বাইকটি চলতি বছর ইআইসিএমএ মোটর শোতে প্রথমবার বিশ্ববাজারে আত্মপ্রকাশ করে। আজ ১২ ডিসেম্বর ২০২৫ থেকে ভারতে বিক্রি শুরু হয়েছে এই শিশুদের ইলেকট্রিক ডার্ট বাইক। প্রথম ৩০০টি মডেলের এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৬৯,৯৯০ রুপি। এটি ভিডার নতুন অফ-রোড সাব-ব্র্যান্ড ডার্ট.ই-এর প্রথম পণ্য।

ikegsfak_vida-dirte_625x300_12_December_25

বয়স অনুযায়ী অ্যাডজাস্টেবল ডিজাইন

চার থেকে দশ বছর বয়সি শিশুদের জন্য ডিজাইন করা ডার্ট.ই কে থ্রি-এর সবচেয়ে বড় আকর্ষণ এর অ্যাডজাস্টেবল সাইজিং ব্যবস্থা। বাইকটির হুইলবেস ও উচ্চতা তিনটি ধাপে সমন্বয় করা যায়—ছোট, মাঝারি ও বড়। চ্যাসিসের তিনটি অংশে, অর্থাৎ সামনের ফর্ক, পেছনের শক ও মাঝের অংশে স্ক্রু খুলে উচ্চতা বাড়ানো সম্ভব।

এর ফলে বাচ্চা বড় হলেও আলাদা করে নতুন বাইক কেনার প্রয়োজন হবে না। পাশাপাশি রাইডিং স্কুলগুলোও অল্প সংখ্যক বাইক কিনে বিভিন্ন বয়সের শিশুদের জন্য প্রয়োজন অনুযায়ী সেটিং করে ব্যবহার করতে পারবে।

ব্যাটারি, রেঞ্জ ও রাইডিং মোড

ভিডা ডার্ট.ই কে থ্রি-তে রয়েছে তিনশো ষাট ওয়াট-আওয়ার ক্ষমতার রিমুভেবল ব্যাটারি এবং পাঁচশো ওয়াটের ইলেকট্রিক মোটর। শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে এর সর্বোচ্চ গতি সীমিত রাখা হয়েছে ঘণ্টায় পঁচিশ কিলোমিটার।

DirtE_K3-2_1765532077122_1765532077317

ব্যাটারি বিশ শতাংশ থেকে আশি শতাংশ চার্জ হতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা। স্বাভাবিক ব্যবহারে একবার চার্জে টানা দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত চালানো যাবে।

এই বাইকে রয়েছে তিনটি রাইডিং মোড। বিগিনার মোডে গতি থাকে ঘণ্টায় সাত থেকে আট কিলোমিটার, অ্যামেচার মোডে ষোলো থেকে সতেরো কিলোমিটার এবং প্রো মোডে তেইশ থেকে পঁচিশ কিলোমিটার পর্যন্ত গতি পাওয়া যায়। শিশুর দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে মোড পরিবর্তন করে আরও চ্যালেঞ্জিং রাইডিংয়ের সুযোগ মিলবে।

সেফটি ও প্যারেন্টাল কন্ট্রোল

শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডার্ট.ই কে থ্রি-তে যুক্ত করা হয়েছে একাধিক সুরক্ষা ফিচার। এতে রয়েছে ম্যাগনেটিক কিল সুইচসহ ল্যানিয়ার্ড, যা টানলেই সঙ্গে সঙ্গে মোটরের পাওয়ার বন্ধ হয়ে যায়। এছাড়া চেস্ট প্যাড, রিমুভেবল ফুটপেগ ও ব্রেক রোটর কভার দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শীতকালে মোটরসাইকেলে এই কাজগুলো না করলে বাড়বে খরচ

পিছনে থাকা গ্র্যাবরেলের কারণে বাইক গাড়িতে তোলা ও নামানো সহজ হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি অ্যাপের মাধ্যমে বাবা-মায়েরা বাইকের গতি সীমিত করতে পারবেন, রাইডিং কার্যক্রম ট্র্যাক করতে পারবেন এবং সন্তানের ব্যবহার মনিটর করতে পারবেন।

পুরস্কারপ্রাপ্ত ডিজাইন ও চূড়ান্ত মূল্যায়ন

ভিডা ডার্ট.ই কে থ্রি-এর ডিজাইন ইতিমধ্যেই রেড ডট অ্যাওয়ার্ড ২০২৫ জিতেছে। ফর্ম ও ফাংশনের নিখুঁত সমন্বয়ের জন্য এই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাইকটি।

সব মিলিয়ে শিশুদের জন্য নিরাপদ, অ্যাডজাস্টেবল ও আনন্দদায়ক অফ-রোড অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে ভিডা ডার্ট.ই কে থ্রি সত্যিই একটি অনন্য ইলেকট্রিক ডার্ট বাইক। ৬৯,৯৯০ রুপিতে এখন বাচ্চারাও নিজের ইলেকট্রিক বাইকে চড়ে অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে পারবে।

এজেড