শীত এসে গেছে। এসময় অনেকেই মোটরসাইকেল নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। তবে শীতের হিমেল হাওয়ায় মোটরসাইকেল চালানোর আনন্দ যেমন বেশি, তেমনই বাড়ে কিছু বাড়তি ঝুঁকি। কারণ কম তাপমাত্রার প্রভাবে মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশে পরিবর্তন ঘটে, যা যেকোনো সময় বিগড়ে যেতে পারে। তাই মোটরসাইকেলের সঠিক রক্ষণাবেক্ষণ শুধুমাত্র গাড়ির স্বাস্থ্যই ভালো রাখে না, বরং আরোহীর নিরাপত্তার জন্যও অত্যন্ত জরুরি।
চলুন দেখে নেওয়া যাক শীতকালে কীভাবে মোটরসাইকেলের যত্ন নিলে অতিরিক্ত খরচ এবং ঝামেলা থেকে বাঁচা যাবে।
বিজ্ঞাপন

ব্যাটারির যত্ন
শীতের ঠান্ডায় ব্যাটারির কার্যক্ষমতা কমে যেতে পারে। এসময় ব্যাটারিতে চার্জ ধরে রাখার ক্ষমতাও হ্রাস পায়। তাই নিয়মিত ব্যাটারির অবস্থা পরীক্ষা করা, সংযোগগুলো ঠিক আছে কি না দেখা এবং চার্জ কমে গেলে দ্রুত চার্জ দেওয়া জরুরি।
টায়ার পরীক্ষা
বিজ্ঞাপন
ঠান্ডার কারণে টায়ারের বাতাসের চাপ দ্রুত কমে যায়। ফলে গ্রিপ কমে গিয়ে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে। তাই শীতে টায়ারের ক্ষতি, বাতাসের চাপ এবং রাবারের অবস্থা নিয়মিত পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ।

কুল্যান্ট ও অ্যান্টি-ফ্রিজ
যেসব মোটরসাইকেলে স্ট্যান্ডার্ড কুলিং সিস্টেম আছে, সেখানে উচ্চমানের কুল্যান্ট বা অ্যান্টি-ফ্রিজ ব্যবহার করা বাধ্যতামূলক। কারণ কম তাপমাত্রায় ইঞ্জিনের কুলিং সিস্টেম সঠিকভাবে কাজ না করলে বড় ধরনের ক্ষতি হতে পারে। মনে রাখবেন—অ্যান্টি-ফ্রিজের বদলে কখনই পানি ব্যবহার করা যাবে না।
আরও পড়ুন: ১০০ ও ২০০ টাকার পেট্রোল-অকটেন কেন ভরতে নেই জানুন
লুব্রিক্যান্ট ব্যবহার
শীতের হিমেল পরিবেশে মোটরসাইকেলের চেনে মরিচা পড়ার সম্ভাবনা থাকে। তাই চেন নিয়মিত পরিষ্কার ও তৈলাক্ত করে রাখা উচিত। পাশাপাশি ব্রেক, প্যাডেল, ক্লাচসহ অন্যান্য অংশ যেন ময়লা-মাটি জমে আটকে না যায়, সেদিকে নজর দেওয়া প্রয়োজন।

ইঞ্জিন তেল ও ফিল্টার পরিবর্তন
শীতে ইঞ্জিন স্টার্ট করতে বেশি চাপ সৃষ্টি হয়। তাই উচ্চমানের ইঞ্জিন তেল ব্যবহার করলে ইঞ্জিন মসৃণভাবে চলবে এবং ব্লক তৈরির ঝুঁকি কমবে। একই সঙ্গে তেলের ফিল্টার নির্দিষ্ট সময়ে বদলে নেওয়াও জরুরি।
এজেড

