অটোমোবাইল ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ এএম
টিভিএসের পঞ্চম মোটো-সোল অনুষ্ঠানেই প্রথম দিন জমকালো ঘোষণা। সদ্য বাজারে এলো রনিনের নতুন সীমিত সংস্করণ—টিভিএস রনিন আগোন্দা। ভারতের দক্ষিণ গোয়ার বিখ্যাত আগোন্দা সমুদ্রসৈকত থেকে অনুপ্রাণিত এই বিশেষ সংস্করণের দাম রাখা হয়েছে ১.৩১ লাখ রুপি (এক্স-শোরুম)। ফলে এটি বেস বা স্ট্যান্ডার্ড সংস্করণের তুলনায় প্রায় ৫,৩০০ রুপি বেশি দামি; যেখানে সাধারণ টিভিএস রনিনের দাম ১.২৬ লাখ রুপি।
দেখতে আগের তুলনায় আরও স্টাইলিশ ও প্রিমিয়াম মনে হবে এই রনিন আগোন্দা। এর জ্বালানি ট্যাঙ্কে সাদা রঙের সঙ্গে পাঁচটি স্ট্রাইপের নতুন নকশা এবং বড় করে লেখা ‘Agonda’ রাখা হয়েছে। হেডলাইট কাউল বা ঢাকনাতেও একই রঙের ব্যবহার করা হয়েছে, যা পুরো বাইকের চেহারাকে একেবারে প্রিমিয়াম মাত্রা দিচ্ছে।

যান্ত্রিকভাবে কিন্তু কোনো পরিবর্তন নেই। আগের মতোই রয়েছে ২২৫.৯ সিসি এক-সিলিন্ডার, তেল-শীতল ইঞ্জিন। এটি ৭,৭৫০ আরপিএম গতিতে ২০.১২ বিএইচপি শক্তি এবং ৩,৭৫০ আরপিএম গতিতে ১৯.৯৩ এনএম টর্ক উৎপন্ন করে। সঙ্গে রয়েছে স্লিপ–অ্যান্ড–অ্যাসিস্ট ক্লাচসহ ৫-গতির গিয়ারবক্স। ফলে পারফরম্যান্স এবং স্মুথ বা মসৃণ রাইডিং অভিজ্ঞতা আগের মতোই থাকবে।
অ্যাপাচি আরটিএক্স ৩০০: দুই দশকের উদযাপনে বিশেষ সংস্করণ
টিভিএস-এর জনপ্রিয় অ্যাপাচি সিরিজের ২০ বছর পূর্তি উদযাপনে এসেছে নতুন সদস্য—অ্যাপাচি আরটিএক্স ৩০০ ‘২০তম বার্ষিকী সংস্করণ’। সম্প্রতি বাজারে আসা আরটিএক্স ৩০০ এবার বিশেষ সাজে হাজির হয়েছে।

এই সংস্করণে রয়েছে পরিচিত শ্যাম্পেন-গোল্ড এবং কালো দ্বৈত রঙের নকশা, যা অন্য উদযাপনী মডেলগুলোতেও দেখা গেছে। জ্বালানি ট্যাঙ্কে রয়েছে ২০ বছর পূর্তির বিশেষ চিহ্ন। পাশাপাশি গোল্ড–কালো দ্বৈত রঙের অ্যালয় চাকা বাইকের আলাদা পরিচিতি তৈরি করেছে। এছাড়া সীমিত সংস্করণের আলাদা ব্যাজিংও থাকছে, যা এর বিশেষত্ব নির্দেশ করে।
তবে পরিবর্তন শুধুই বাহ্যিক সাজে সীমাবদ্ধ। ইঞ্জিন একই রাখা হয়েছে। বাইকটিতে রয়েছে ২৯৯.১ সিসি আরটি-এক্সডি৪ ইঞ্জিন, যা ৯,০০০ আরপিএম গতিতে ৩৫.৫ বিএইচপি শক্তি এবং ৭,০০০ আরপিএম গতিতে ২৮.৫ এনএম টর্ক উৎপন্ন করে। রয়েছে ৬-গতির গিয়ারবক্স, দুই দিকেই কাজ করে এমন কুইক-শিফটার, রাইড-বাই-ওয়্যার প্রযুক্তি এবং স্লিপ–অ্যান্ড–অ্যাসিস্ট ক্লাচ, যা পারফরম্যান্স আরও উন্নত করে এবং চালকের আত্মবিশ্বাস বাড়ায়।
আরও পড়ুন: বিএমডব্লিউ’র নতুন অ্যাডভেঞ্চার মোটরসাইকেল বাজারে আসছে
মোটো-সোল ২০২৫-এর প্রথম দিনেই টিভিএস দেখিয়ে দিল—স্টাইল, ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তারা আরও এগিয়ে যেতে প্রস্তুত। রনিন আগোন্দার নতুন সীমিত সংস্করণ এবং অ্যাপাচি আরটিএক্স ৩০০-এর উদযাপন সংস্করণ—দুটোই বাইকপ্রেমীদের নজর কাড়বে। ভারতে খুব শিগগিরই এই দুটি মোটরসাইকেল রাস্তায় দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
এজেড