জার্মানির নামী মোটরসাইকেল নির্মাতা বিএমডব্লিউ তাদের নতুন অ্যাডভেঞ্চার মোটরসাইকেল বিএমডব্লিউ এফ ৪৫০ জিএস নিয়ে ভারতীয় বাজারে প্রবেশ করতে যাচ্ছে। আগে ধারণা করা হয়েছিল বাইকটি ‘ইন্ডিয়া বাইক উইক ২০২৫’-এ আত্মপ্রকাশ করবে। তবে সর্বশেষ তথ্য বলছে, পরিকল্পনায় পরিবর্তন এসেছে এবং বাইকটির লঞ্চ হবে ২০২৬ সালের শুরুতেই। ডিলার সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি ২০২৬-এর শেষ দিক থেকে শুরু হবে ডেলিভারি।
ভারতেই তৈরি হবে নতুন বিএমডব্লিউ এফ ৪৫০ জিএস
বিজ্ঞাপন
বাইকটি তৈরি হচ্ছে তামিলনাড়ুর হোসুরে টিভিএস-এর কারখানায়। বিএমডব্লিউ ও টিভিএস-এর যৌথ সহযোগিতায় নির্মিত এই মোটরসাইকেলকে সম্পূর্ণ ‘মেড ইন ইন্ডিয়া’ বলা যায়। স্থানীয় উৎপাদনের ফলে বাইকটির দাম প্রতিযোগিতামূলক রাখা সম্ভব হবে, যা ভারতীয় রাইডারদের কাছে এটি আরও সহজলভ্য করে তুলবে।

সম্ভাব্য মূল্য ও প্রতিদ্বন্দ্বী
এফ ৪৫০ জিএস হতে যাচ্ছে বিএমডব্লিউ-এর সবচেয়ে সাশ্রয়ী অ্যাডভেঞ্চার মোটরসাইকেল। বর্তমানে কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চারের দাম প্রায় ৩.৯৫ লাখ রুপি। সেই হিসেবে অনুমান করা হচ্ছে নতুন বিএমডব্লিউ এফ ৪৫০ জিএস-এর দাম ৫ লাখ রুপির নিচেই থাকবে। বাজারে এটি প্রতিদ্বন্দ্বিতা করবে কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার, হোন্ডা এনএক্স ৫০০ এবং ট্রায়াম্ফ ও রয়্যাল এনফিল্ডের অ্যাডভেঞ্চার সিরিজের সঙ্গে। অতিরিক্ত একটি সিলিন্ডারের সুবিধা, উন্নত প্রযুক্তি এবং বিএমডব্লিউ নামের মর্যাদা— সব মিলিয়ে বাইকটি দ্রুত জনপ্রিয়তা পাবে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
ইঞ্জিন ও পারফরম্যান্স
মোটরসাইকেলটিতে রয়েছে সম্পূর্ণ নতুন ৪২০ সিসি ডু-সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন, যার ১৩৫ ডিগ্রি ফায়ারিং অর্ডার রাইডিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। এই ইঞ্জিন থেকে ৮৭৫০ আরপিএম গতিতে ৪৮ বিএইচপি শক্তি এবং ৬৭৫০ আরপিএম গতিতে ৪৩ এনএম টর্ক উৎপন্ন হবে। এর সঙ্গে থাকছে ৬-স্পিড ম্যানুয়াল বা সেমি-অটোমেটিক গিয়ারবক্স, যা দীর্ঘ অ্যাডভেঞ্চার রাইডেও শক্তিশালী পারফরম্যান্স দেবে।

ফিচার ও নিরাপত্তা
বাইকে থাকবে ৬.৫ ইঞ্চি রঙিন টিএফটি ডিসপ্লে, সম্পূর্ণ এলইডি আলো, হিটেড গ্রিপ, ব্লুটুথ সংযোগ, কর্নারিং এবিএস, ট্র্যাকশন নিয়ন্ত্রণ এবং ডায়নামিক ব্রেক নিয়ন্ত্রণ। উচ্চতর ভ্যারিয়েন্টগুলোতে যুক্ত থাকবে অ্যাডজাস্টেবল সাসপেনশন, ইজি রাইড ক্লাচ এবং টিউবলেস স্পোক হুইলের সুবিধা। মডেলটি বাজারে আসবে চারটি ভ্যারিয়েন্টে— বেসিক, এক্সক্লুসিভ, স্পোর্ট এবং জিএস ট্রফি।
আরও পড়ুন: বাজাজ ১৬০ সিসির নতুন পালসার আনল, দাম সোয়া লাখ
বিএমডব্লিউ এফ ৪৫০ জিএস ভারতের অ্যাডভেঞ্চার বাইক সেগমেন্টে নতুন মাত্রা যোগ করতে চলেছে। ইতোমধ্যে অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে। সাশ্রয়ী দাম, উন্নত ফিচার এবং বিএমডব্লিউ-র ব্র্যান্ড ভ্যালুর কারণে ২০২৬ সালে এই মোটরসাইকেলটি অনেক রাইডারের স্বপ্নের সঙ্গী হয়ে উঠতে পারে।
এজেড

