images

অটোমোবাইল

হোন্ডা ১২৫ সিসির নতুন মোটরসাইকেল আনল

অটোমোবাইল ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ এএম

আন্তর্জাতিক মোটরসাইকেল বাজারে এন্ট্রি-লেভেল সেগমেন্ট সবসময় তরুণ রাইডারদের অন্যতম পছন্দের জায়গা। সেই বাজারে নিজেদের জনপ্রিয়তা আরও বাড়াতে ২০২৬ হোন্ডা সিবি১২৫আর-এর নতুন সংস্করণ প্রকাশ করেছে হোন্ডা। যদিও আপডেটটি মূলত নতুন রঙ নিয়েই সীমাবদ্ধ, ইঞ্জিন বা যান্ত্রিক দিক থেকে কোনো পরিবর্তন আনা হয়নি। তবুও নতুন চারটি আকর্ষণীয় রঙ মডেলটির লুককে করেছে আরও আধুনিক ও তাজা।

২০২৬ হোন্ডা সিবি১২৫আর নতুন রঙে নতুন আমেজ

সিবি১২৫আর-এর জন্য হোন্ডা এনেছে চারটি নতুন শেড। এগুলো হলো ম্যাট রক গ্রে, ম্যাট লুসেন্ট সিলভার মেটালিক, জেফিরো ব্লু মেটালিক এবং ম্যাট পার্ল ডায়াসপ্রো রেড। প্রতিটি রঙের মধ্যেই রয়েছে সাবটেল এবং বোল্ড উপস্থিতির সমন্বয়। যেহেতু বাইকের বডিওয়ার্ক অপরিবর্তিত, তাই এটি দেখতে আগের মতোই অনেকটা বড় ভাই সিবি৩০০আর-এর মতো। আধুনিক ধারালো ট্যাঙ্ক ডিজাইন এবং আক্রমণাত্মক টেইল অংশের সঙ্গে ক্লাসিক বৃত্তাকার হেডল্যাম্প মিলিয়ে বাইকটিতে আছে রেট্রো ও নিও-স্পোর্টিভ চরিত্রের মিশেল।

2026-Honda-CB125R-blur-color-1

ইঞ্জিন ও পারফরম্যান্স

২০২৬ সিবি১২৫আর-এ রয়েছে ১২৫ সিসি সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুল্ড ইঞ্জিন। এর ক্ষমতা ১৫ বিএইচপি। সঙ্গে রয়েছে ৫-গতির গিয়ারবক্স এবং ৪-ভালভ মাথা যা এন্ট্রি-লেভেলের জন্য বেশ প্রশংসনীয় সক্ষমতা দেয়।

বাইকটিতে প্রিমিয়াম হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। আছে ৪১ মিলিমিটার শোয়া এসএফএফ ইউএসডি সাসপেনশন, সামনে ২৯৬ মিলিমিটার ডিস্ক ব্রেকের সঙ্গে চার-পিস্টন ক্যালিপার এবং আইএমইউ-ভিত্তিক লিন-সেন্সিটিভ এবিএস।
এটির ওজন মাত্র ১৩০ কেজি যা শহরের ভিড়ে দ্রুত এবং আরামদায়ক নিয়ন্ত্রণ নিশ্চিত করে।

ভারতে আসার সম্ভাবনা কতটা

সিবি১২৫আর আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় হলেও ভারতে এটি আসার সম্ভাবনা খুব কম। কারণ এর প্রিমিয়াম সাসপেনশন, উন্নত নিরাপত্তা ফিচার এবং উচ্চ মানের যন্ত্রাংশের কারণে দাম তুলনামূলক বেশি হবে। ভারতের দামের সংবেদনশীল ১২৫ সিসি বাজারে এটি প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন।

আরও পড়ুন: দৃষ্টিনন্দন অ্যাডভেঞ্চার মোটরসাইকেল বাজারে আনল টিভিএস

বর্তমানে ভারতের ১২৫ সিসি সেগমেন্টে হোন্ডার শক্তিশালী অবস্থান রয়েছে সিবি শাইন ১২৫, এসপি ১২৫ এবং সিবি১২৫ হর্নেটের মতো সফল মডেলের মাধ্যমে। এর মধ্যে শাইন এবং এসপি ১২৫ বিক্রির দিক থেকে অন্যতম শীর্ষে।

honda

ডিজাইন, লাইটওয়েট বডি এবং উন্নত সাসপেনশন ও নিরাপত্তা প্রযুক্তির কারণে ২০২৬ হোন্ডা সিবি১২৫আর আন্তর্জাতিক বাজারে তরুণ রাইডারদের দৃষ্টি কাড়বেই। যদিও ভারতীয় বাজারে এর আসা অনিশ্চিত, তবুও এ মডেলটি স্টাইলিশ নেকেড স্ট্রিট মেশিন হিসেবে আলাদা আকর্ষণ ধরে রাখবে। ভবিষ্যতে হোন্ডা যদি ১২৫ সিসি প্রিমিয়াম স্ট্রিট সেগমেন্টে নতুন পরিকল্পনা আনে, তাহলে ভারতের বাজারেও এমন মডেলের চাহিদা দেখা যেতে পারে।

এজেড