আন্তর্জাতিক মোটরসাইকেল দুনিয়ায় নতুন অধ্যায় যোগ করল টিভিএস মোটরস। ইতালির মিলানে অনুষ্ঠিত আইসিএমএ মোটর শোতে প্রতিষ্ঠানটি উন্মোচন করল নর্টন মোটরসাইকেলের নতুন লাইনআপ। তালিকায় রয়েছে ম্যানক্স আর, ম্যানক্স, অ্যাটলাস এবং অ্যাটলাস জিটি। ২০২৬ সালের মাঝামাঝি ভারতে নর্টন অ্যাটলাস রেঞ্জ আসবে বলে নিশ্চিত হয়েছে। আর টিভিএস মোটোসোল ২০২৫ অনুষ্ঠানেই প্রথমবার ভারতে প্রদর্শিত হতে পারে ম্যানক্স, ম্যানক্স আর ও অ্যাটলাস।
ইউরোপে আত্মপ্রকাশের পর ভারতে আসছে নর্টন অ্যাটলাস
বিজ্ঞাপন
নর্টন অ্যাটলাস রেঞ্জ প্রথমে ২০২৬ সালের এপ্রিল মাসে ইউরোপে লঞ্চ হবে। কয়েক মাস পরই ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে। টিভিএস মোটর কোম্পানির ভারতের হোসুর কারখানায় এই মোটরসাইকেলগুলোর উৎপাদন হওয়ার ফলে ভারতীয় বাজারে দাম হবে আরও প্রতিযোগিতামূলক।
শক্তিশালী ৫৮৫ সিসি টুইন-সিলিন্ডার ইঞ্জিন
অ্যাটলাসে থাকছে ৫৮৫ সিসি টুইন-সিলিন্ডার ইঞ্জিন, যার ২৭০ ডিগ্রি ক্র্যাঙ্ক রয়েছে। সঙ্গে ৬-গতির গিয়ারবক্স। এটি টিভিএস ও বিএমডব্লিউ পার্টনারশিপে তৈরি ৪২০ সিসি টুইন ইঞ্জিনের বড় সংস্করণ। বোর ও স্ট্রোক বাড়িয়ে ইঞ্জিনটি আরও শক্তিশালী করা হয়েছে।
দুই ধাঁচের মডেল: স্ট্যান্ডার্ড ও জিটি
বিজ্ঞাপন
নর্টন অ্যাটলাস রেঞ্জ বাজারে আসছে দুই ভ্যারিয়েন্টে:
স্ট্যান্ডার্ড মডেল:
– রাফ-রোডে উপযোগী
– ১৯ ও ১৭ ইঞ্চি স্পোক টিউবলেস চাকা
জিটি মডেল:
– ট্যুরিংয়ের জন্য তৈরি
– সামনে ও পেছনে ১৭ ইঞ্চি অ্যালয় চাকা
দুই মডেলেই শক্তিশালী বডি, অ্যাডভেঞ্চার-রেডি চ্যাসিস এবং বহুমুখী রাইড সেটআপ থাকবে।

প্রিমিয়াম ফিচারেই নজর কাড়ছে
নর্টন অ্যাটলাস রেঞ্জে প্রিমিয়াম সেগমেন্টের সব আধুনিক সুবিধাই থাকছে। যেমন:
● ব্লুটুথসহ টিএফটি ডিসপ্লে
● একাধিক রাইড মোড
● কর্নারিং এবিএস
● এলইডি প্রোজেক্টর হেডল্যাম্প
● কর্নারিং লাইট ফাংশন
● ট্র্যাকশন কন্ট্রোল
● ক্রুজ কন্ট্রোল
সব মিলিয়ে দীর্ঘ ভ্রমণ হবে আরও আরামদায়ক ও সুরক্ষিত।
প্রতিদ্বন্দ্বী কারা?
ডিসপ্লেসমেন্টের নিরিখে নতুন নর্টন অ্যাটলাস টক্কর দেবে কাওয়াসাকি ভার্সিস ৬৫০ ও ট্রায়াম্ফ টাইগার ৬৬০–কে। আর সম্ভাব্য দামের নিরিখে প্রতিদ্বন্দ্বী হবে বিএমডব্লিউ এফ ৪৫০ জিএস।
স্থানীয় উৎপাদন হওয়ায় অ্যাটলাসের দাম হবে আরও আগ্রাসী।
আরও পড়ুন: সুজুকি ৩৫০ সিসির নতুন মোটরসাইকেল আনছে
প্রাথমিক অনুমান অনুযায়ী, এন্ট্রি-লেভেল নর্টন অ্যাটলাসের এক্স-শোরুম দাম হতে পারে প্রায় ৫ লাখ রুপি। এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার-ট্যুরার হিসেবে এটি ভারতীয় বাজারে এক নতুন প্রিমিয়াম অপশন তৈরি করবে।
ভারতে নর্টন নামটি মর্যাদার প্রতীক। টিভিএসের হাত ধরে সেই ঐতিহ্য ফিরছে। ২০২৬-এর মধ্যভাগে বাজারে এলে নর্টন অ্যাটলাস অ্যাডভেঞ্চার-ট্যুরার সেগমেন্টে নতুন মাত্রা যোগ করবে—এমনটাই আশা মোটরসাইকেলপ্রেমীদের।
এজেড

