অটোমোবাইল ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫, ০২:১১ পিএম
ভারতে টু-হুইলার গাড়ির উপর জিএসটি ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। গ্রাহকরা এই সিদ্ধান্তের সরাসরি সুবিধে পেয়েছেন এবার। হিরো মোটোকর্প তাদের জনপ্রিয় বাইক স্প্লেন্ডার প্লাস এক্সটেক ডিস্ক ব্রেক ভ্যারিয়ান্টের দামও কমে গিয়েছে এই জিএসটি হ্রাসের ফলে।
দিল্লিতে এই বাইকের এক্স শোরুম দাম ৮৩,৪৬১ রুপি। জিএসটি হ্রাসের পরে এখন এই বাইকের দাম নেমে এসেছে ৭৫,৫৬১ রুপিতে। অর্থাৎ প্রায় ৮ হাজার টাকা দাম কমে যাবে হিরোর এই বাইকের। আর কলকাতায় এই বাইকের দাম ৮৭,৯৩১ রুপি থেকে শুরু। ফলে কলকাতাতেও প্রায় ৮ হাজার টাকা সস্তায় মিলবে এই জনপ্রিয় মডেলের বাইকটি। তবে আরটিও এবং বিমা চার্জের উপরে নির্ভর করে বিভিন্ন শহরে বিভিন্ন রকম দাম হতে পারে। দেখে নেওয়া যাক এই বাইকের বিস্তারিত ফিচার্স ও ডিজাইনের খুঁটিনাটি।

ইঞ্জিন ও পারফরম্যান্স
হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক ডিস্ক বাইকের মধ্যে রয়েছে ৯৭.২ সিসির এয়ার কুলড ৪ স্ট্রোকের সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। বিএস৬ ফেজ ২বি স্ট্যান্ডার্ড রয়েছে এতে। ৮.০২ পিএস শক্তি এবং ১০ এনএম টর্ক উৎপন্ন হয় এই বাইকে। ৪ স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে এই বাইকটি শহর ও গ্রাম দুই জায়গাতেই চালানোর উপযোগী।
ফিচার্স কী রয়েছে
হিরোর স্প্লেন্ডার প্লাস এক্সটেক ডিস্ক ভ্যারিয়ান্টে এখন ২৪০ মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক রয়েছে যা এর নিরাপত্তা ও ব্রেকিং কর্মক্ষমতা উন্নত করে। এছাড়াও এতে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, রিয়েল টাইম মাইলেজ, স্পিডোমিটার, ট্রিপ মিটার, লো ফুয়েল ইন্ডিকেটর সহ অনেক আধুনিক ফিচার্স রয়েছে এই বাইকে। অন্যদিকে, হিরো মোটোকর্প তাদের নতুন গ্ল্যামার মডেল নিয়ে এসেছে যা ভারতের প্রথম কমিউটার বাইক। এতে ক্রুজ কন্ট্রোলের মত উন্নত ফিচার্স থাকবে। এতে ১২৪.৭ সিসি সিঙ্গল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন থাকবে।
আরও পড়ুন: সুজুকি নতুন স্পোর্টস বাইক আনল
ব্লুটুথ কানেক্টিভিটি
হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক ডিস্ক ভ্যারিয়ান্টের এই বাইক এখন আগের থেকে অনেক বেশি সাশ্রয়ী হয়ে গিয়েছে। এই বাইকে ব্লুটুথ সংযোগ ও আই৩এস প্রযুক্তির মত ফিচার্স দেওয়া হয়েছে যা জ্বালানির সাশ্রয়ে অনেক উপকার দেয়। এই বাইকের দুর্দান্ত মাইলেজ, নির্ভরযোগ্য ইঞ্জিন, আর আধুনিক আরও সমস্ত ফিচার্স একে এই সেগমেন্টের সেরা ও জনপ্রিয় বাইক করে তুলেছে। এই কারণে বহু মধ্যবিত্ত পরিবারের কাছে এই বাইক একটি স্বপ্নপূরণের উপায় হয়ে উঠেছে। আর বেশিরভাগ যাত্রীদের কাছে এই বাইক একটি নিখুঁত পছন্দ।
এজেড