images

অটোমোবাইল

২০২৬ হোন্ডা রেবেল ৩০০: ক্লাচ ছাড়াই এই বাইকের গিয়ার শিফট করা যাবে

অটোমোবাইল ডেস্ক

২৩ অক্টোবর ২০২৫, ১০:৫০ এএম

হোন্ডা মোটরস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তাদের জনপ্রিয় ক্রুজার মোটরসাইকেল ২০২৬ হোন্ডা রেবেল ৩০০-এর নতুন সংস্করণে যুক্ত হচ্ছে উন্নত ই-ক্লাচ (E-Clutch) প্রযুক্তি। আন্তর্জাতিক বাজারে রেবেল ৩০০ সবসময়ই একটি পছন্দের মডেল ছিল। নতুন এই প্রযুক্তি তার ক্রুজিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। যদিও বর্তমানে রেবেল ৩০০ ভারতের বাজারে বিক্রি হয় না, তবে ধারণা করা হচ্ছে ভবিষ্যতে এটি ভারতে উন্মুক্ত হতে পারে।

আগের ইঞ্জিনেই উন্নত পারফরম্যান্স

রেবেল ৩০০ আগের মতোই ২৮৬ সিসি তরল-শীতল এক সিলিন্ডারের ইঞ্জিন ব্যবহার করবে। এই ইঞ্জিন সর্বোচ্চ ২৫ অশ্বশক্তি (হর্সপাওয়ার) এবং ২৩.৮৬ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে। এতে থাকবে ৬-গতির হাতে চালিত গিয়ারবক্স, যা এবার যুক্ত হয়েছে হোন্ডার ইলেকট্রনিক ক্লাচ সিস্টেমের সঙ্গে। এই ই-ক্লাচ প্রযুক্তি চালককে হাতে ক্লাচ টানার ঝামেলা থেকে মুক্তি দেবে। ফলে চালক আরও সহজে বাইকটি চালু, বন্ধ ও গিয়ার পরিবর্তন করতে পারবেন। শহরের যানজট বা দূরপথ—উভয় ক্ষেত্রেই এটি আরামদায়ক যাত্রা উপহার দেবে।

ডিজাইন ও রঙ

ডিজাইনে বড় কোনো পরিবর্তন না এলেও, নতুন রেবেল ৩০০-এ যুক্ত হয়েছে দুটি নতুন রঙ— পার্ল স্মোকি গ্রে ও ম্যাট ব্ল্যাক মেটালিক। এই দুটি রঙ বাইকটির রেট্রো-আধুনিক স্টাইলকে আরও উজ্জ্বল করেছে। এর সরল নকশা, নিচু আসন উচ্চতা এবং প্রশস্ত হ্যান্ডেলবার রেবেল ৩০০-কে তার শ্রেণির মধ্যে আলাদা পরিচিতি দিয়েছে।

honda

আধুনিক সুবিধা

২০২৬ সালের হোন্ডা রেবেল ৩০০-এ রয়েছে সম্পূর্ণ এলইডি আলো, দ্বৈত চ্যানেল এবিএস ব্রেক ব্যবস্থা এবং আধুনিক তরল-স্ফটিক (এলসিডি) প্রদর্শনী স্ক্রিন। এতে চালক দেখতে পাবেন গিয়ার অবস্থান, জ্বালানি পরিমাণ, মোট দূরত্ব ও সফর তথ্য। উন্নত ব্রেক ও সাসপেনশন ব্যবস্থার কারণে বাইকটি শহরের রাস্তা থেকে শুরু করে মহাসড়ক—সব জায়গায় মসৃণ যাত্রা নিশ্চিত করবে।

দাম

বর্তমানে যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের রেবেল ৩০০-এর দাম ছিল প্রায় ৪,৮৫০ মার্কিন ডলার। নতুন প্রযুক্তি ও ফিচার যুক্ত হওয়ায় ২০২৬ সংস্করণের দাম বেড়ে হয়েছে প্রায় ৫,৩৪৯ মার্কিন ডলার। যদিও ভারতের বাজারে বাইকটি কবে আসবে তা এখনও নিশ্চিত নয়, তবে হোন্ডা তাদের প্রিমিয়াম মোটরসাইকেল বাজার সম্প্রসারণে আগ্রহী হওয়ায় আশা করা যায় ভবিষ্যতে রেবেল ৩০০ ভারতে আত্মপ্রকাশ করবে।

আরও পড়ুন: ইয়ামাহার জনপ্রিয় স্কুটার এনম্যাক্স ১৫৫ মডেল এলো ২০২৬ এডিশনে

নতুন ই-ক্লাচ প্রযুক্তি, উন্নত সুবিধা এবং আকর্ষণীয় রঙ যুক্ত করে ২০২৬ হোন্ডা রেবেল ৩০০ এখন আরও পরিপূর্ণ একটি ক্রুজার মোটরসাইকেল। যারা আধুনিক প্রযুক্তির সঙ্গে ক্লাসিক রাইডিং অভিজ্ঞতা চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি চমৎকার বিকল্প হতে পারে।

এজেড