শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইয়ামাহার জনপ্রিয় স্কুটার এনম্যাক্স ১৫৫ মডেল এলো ২০২৬ এডিশনে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ এএম

শেয়ার করুন:

ইয়ামাহার জনপ্রিয় স্কুটার এনম্যাক্স ১৫৫ মডেল এলো ২০২৬ এডিশনে
ইয়ামাহার জনপ্রিয় স্কুটার এনম্যাক্স ১৫৫ মডেল এলো ২০২৬ এডিশনে

ইয়ামাহা তাদের জনপ্রিয় স্কুটার এনম্যাক্স ১৫৫–এর ২০২৬ সংস্করণে নিয়ে এসেছে আরও আধুনিক ফিচার ও উন্নত প্রযুক্তির সমন্বয়। আন্তর্জাতিক বাজারে টেনেরে ৭০০ ওয়ার্ল্ড রেইড–এর টিজার প্রকাশের পর এবার ব্র্যান্ডটি উন্মোচন করেছে নতুন আপডেটেড ২০২৬ ইয়ামাহা এনম্যাক্স ১৫৫, যা স্কুটারপ্রেমীদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে।

ইঞ্জিন ও কর্মক্ষমতা


বিজ্ঞাপন


নতুন এনম্যাক্স ১৫৫–এ আগের মতোই রয়েছে ১৫৫ সিসির এক সিলিন্ডার বিশিষ্ট তরল-শীতল ইঞ্জিন, যা ৮,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৫ দশমিক ১ হর্সপাওয়ার এবং ৬,৫০০ আরপিএম গতিতে ১৩ দশমিক ৭ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। ইঞ্জিনের কর্মক্ষমতা আগের মতোই মসৃণ ও দ্রুত প্রতিক্রিয়াশীল হলেও এবার যুক্ত হয়েছে এক অভিনব প্রযুক্তি—ডাউনশিফট বোতাম।

এই বোতামটি চাপলেই স্কুটারটি সঙ্গে সঙ্গে অতিরিক্ত টর্ক সরবরাহ করে, ঠিক যেমনভাবে ম্যানুয়াল গিয়ারে নিচে নামানো হয়। এটি ইয়ামাহা উন্নত সিভিটি (YECVT – ইয়ামাহা এনহ্যান্সড কনটিনিউয়াসলি ভেরিয়েবল ট্রান্সমিশন) প্রযুক্তির অংশ, যা রাইডারদের জন্য তৈরি করে আরও ডাইনামিক ও ম্যানুয়াল ধাঁচের চালানোর অভিজ্ঞতা।

চালানোর ধরন ও নতুন ফিচার

নতুন সংস্করণে যুক্ত হয়েছে দুটি চালনা মোড—শহর (টাউন) ও খেলা (স্পোর্ট) মোড।


বিজ্ঞাপন


শহর মোডে স্কুটারটি কম আরপিএমে চলে, ফলে যানজটে বা দৈনন্দিন ব্যবহারে রাইড হয় আরামদায়ক ও মসৃণ।

hq720

ডাউনশিফট বোতাম চাপলেই স্কুটারটি চলে যায় খেলা মোডে, যেখানে ইঞ্জিনের আরপিএম বেড়ে যায় এবং প্রতিক্রিয়া হয় অনেক দ্রুত—যেন গিয়ার নিচে নামানো হয়েছে। এই ফিচার বিশেষভাবে কাজে লাগবে দ্রুত ওভারটেক বা মহাসড়কে চালানোর সময়।

চেহারার দিক থেকেও এনম্যাক্স ১৫৫–এ সূক্ষ্ম কিছু পরিবর্তন আনা হয়েছে। এর সামনের আলো ব্যবস্থায় এসেছে সামান্য পরিমার্জন, যা স্কুটারটিকে দিয়েছে আরও আধুনিক লুক। পিছনের দিকে যোগ করা হয়েছে গ্যাস-চার্জড শক অ্যাবজর্বার, যা রাইডের আরাম অনেকটাই বাড়িয়েছে—বিশেষ করে খারাপ বা অসমান রাস্তায় চালানোর সময়।

ভারতে আসার সম্ভাবনা

যদিও ইয়ামাহা এখনও ভারতের বাজারে এনম্যাক্স ১৫৫ লঞ্চ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে সংস্থার আসন্ন ১১ নভেম্বরের বিশেষ অনুষ্ঠানে এ বিষয়ে ইঙ্গিত মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে এই মডেলটি ইউরোপের বাজারে উন্মুক্ত হয়েছে। ভারতে আসলে এটি সীমিত সংখ্যায় আমদানি (CBU) করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: সুজুকি আগ্রাসী ডিজাইনের জিএসএক্স মোটরসাইকেল আনল

সব মিলিয়ে, ২০২৬ ইয়ামাহা এনম্যাক্স ১৫৫ আগের তুলনায় অনেক বেশি প্রযুক্তিনির্ভর, গতিশীল এবং কর্মক্ষমতামূলক একটি স্কুটার। যারা প্রিমিয়াম পারফরম্যান্স স্কুটার পছন্দ করেন, তাদের জন্য এটি হতে পারে নিঃসন্দেহে এক আকর্ষণীয় নতুন বিকল্প।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর