images

অটোমোবাইল

শহরে চলাচলের জন্য মোটরসাইকেল না স্কুটার ভালো?

অটোমোবাইল ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ এএম

শহুরে জীবনে প্রতিদিনের যানজট, সংকীর্ণ রাস্তা আর সময় বাঁচানোর তাগিদে মোটরসাইকেল ও স্কুটার অনেকের ভরসার যাতায়াত মাধ্যম হয়ে উঠেছে। তবে প্রশ্ন হলো—শহরে চলাচলের জন্য আসলে কোনটি বেশি উপযোগী?

মোটরসাইকেল: শক্তি ও গতির সুবিধা

মোটরসাইকেল সাধারণত স্কুটারের তুলনায় বেশি শক্তিশালী ইঞ্জিন ও মাইলেজ দিয়ে থাকে।

সুবিধা

দীর্ঘ দূরত্ব ও হাইওয়েতে উপযোগী।

জ্বালানিতে সাশ্রয়ী (বিশেষত ১০০-১২৫ সিসি বাইকগুলো)।

বিভিন্ন ধরনের রাস্তা (গর্ত, অসমতল) সহজে মোকাবিলা করা যায়।

স্পোর্টি লুক ও গতি পছন্দ করা তরুণদের কাছে জনপ্রিয়।

bikevs

সীমাবদ্ধতা

ভারী হওয়ায় ট্রাফিক জ্যামে চালাতে অসুবিধা হয়।

হ্যান্ড ক্লাচ ও গিয়ার পরিবর্তনের কারণে নতুনদের জন্য কঠিন।

লম্বা শরীরের কারণে পার্কিংয়ে জায়গা বেশি লাগে।

স্কুটার: আরাম ও সহজ নিয়ন্ত্রণ

স্কুটারকে বলা হয় শহুরে যাতায়াতের “স্মার্ট সলিউশন”।

সুবিধা

গিয়ারবিহীন হওয়ায় নতুন চালকের জন্য চালানো সহজ।

হালকা ওজনের কারণে ট্রাফিকে দ্রুত নিয়ন্ত্রণ করা যায়।

সিটের নিচে স্টোরেজ স্পেস থাকায় বাজারের জিনিস বা ব্যাগ বহন করা সুবিধাজনক।

নারী চালক ও অফিসগামীদের কাছে আরামদায়ক।

scooter

সীমাবদ্ধতা

ইঞ্জিন ক্ষমতা কম, তাই দীর্ঘ পথ বা হাইওয়েতে কম কার্যকর।

মাইলেজ মোটরসাইকেলের তুলনায় খানিকটা কম।

বড় রাস্তায় গতি ও স্থিতিশীলতায় বাইকের মতো নির্ভরযোগ্য নয়।

শহরে প্রতিদিন অফিস-কলেজে যাতায়াত, হালকা চলাচল ও সহজ নিয়ন্ত্রণ চাইলে স্কুটারই ভালো বিকল্প।

যদি দীর্ঘ দূরত্বে ভ্রমণ করেন, বেশি মাইলেজ চান ও শক্তিশালী পারফরম্যান্স প্রয়োজন হয় তবে মোটরসাইকেল সেরা।

আরও পড়ুন: মোটরসাইকেল না স্কুটারের মাইলেজ বেশি?

শহুরে জীবনে সুবিধা-অসুবিধার হিসাব করলে স্কুটারকে বলা যায় ‘আরবান কমিউটের সঙ্গী’, আর মোটরসাইকেল বেশি উপযোগী “দীর্ঘপথের সঙ্গী” হিসেবে।

এজেড