অটোমোবাইল ডেস্ক
২৭ আগস্ট ২০২৫, ০২:৫০ পিএম
অনেক সময় মোটরসাইকেলের ক্লাচের তার বারবার ছিঁড়ে যায়, এতে চালকের ভোগান্তি বাড়ে। এর পেছনে কিছু সাধারণ কারণ রয়েছে। নিচে কারণগুলো ও প্রতিকার দেওয়া হলো—
ক্লাচের তার ছিঁড়ে যাওয়ার কারণ
তার শুকিয়ে যাওয়া বা লুব্রিকেশন না থাকা
তার শুকিয়ে গেলে ঘর্ষণ বেড়ে যায় এবং দ্রুত ছিঁড়ে যায়।
ক্লাচ লিভার বা কেবলের বাঁক বেশি হওয়া
অস্বাভাবিক কোণে বাঁক খেলে তারের ওপর চাপ পড়ে এবং ছিঁড়ে যায়।

তার পুরোনো বা নিম্নমানের হওয়া
নিম্নমানের বা পুরোনো তার সহজেই ভেঙে যেতে পারে।
ক্লাচ সেটিং বেশি টাইট থাকা
বেশি টাইট থাকলে তারে বাড়তি টান পড়ে, ফলে দ্রুত ক্ষয় হয়।
ধুলাবালি ও ময়লা জমা হওয়া
তারের ভেতরে ধুলো ঢুকে গেলে মসৃণ চলাচল নষ্ট হয় এবং ভেঙে যায়।

প্রতিকার
নিয়মিত লুব্রিকেশন করুন
ক্লাচ তারে নির্দিষ্ট সময় অন্তর গ্রিজ বা লুব অয়েল ব্যবহার করুন।
সঠিকভাবে বসান ও বাঁক কম রাখুন
তার বসানোর সময় খেয়াল রাখুন, অতিরিক্ত বাঁক না পড়ে।
উচ্চমানের তার ব্যবহার করুন
ভালো মানের কোম্পানির ক্লাচ তার ব্যবহার করলে দীর্ঘস্থায়ী হয়।
ক্লাচের সঠিক সেটিং করুন
আরও পড়ুন: মোটরসাইকেলের গিয়ার শিফট করতে ক্লাচ ধরতে হয় কেন?
টাইট না রেখে নির্দিষ্ট পরিমাণ ফ্রি প্লে রাখুন।
ধুলা ও ময়লা পরিষ্কার রাখুন
মাঝে মাঝে তার খুলে ভেতরটা পরিষ্কার করে আবার গ্রিজ দিন।
নিয়মিত যত্ন নিলে ক্লাচ তার সহজে ছিঁড়ে যাবে না এবং দীর্ঘদিন ব্যবহার করা যাবে।
এজেড