images

অটোমোবাইল

বিএমডব্লিউ নতুন অ্যাডভেঞ্চার বাইক আনছে

অটোমোবাইল ডেস্ক

০৫ আগস্ট ২০২৫, ০৯:৪২ এএম

বিএমডব্লিউ মোটররাডের আসন্ন অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক এফ ৪৫০ জিএস-কে সম্প্রতি রাস্তায় পরীক্ষামূলক অবস্থায় দেখা গেছে। এর পূর্ণাঙ্গ বডি ও নকশা দেখে বোঝা যাচ্ছে, এটি প্রায় উৎপাদনের জন্য প্রস্তুত। কয়েক সপ্তাহ আগেই বাইকটির পেটেন্ট ছবি প্রকাশ্যে এসেছিল, আর এখন রাস্তায় চলমান মডেল দেখেই ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই ভারতের বাজারে এটি উন্মোচিত হতে চলেছে।

ফ্ল্যাগশিপ বাইকের ছায়ায় এফ ৪৫০ জিএস-এর নকশা

এই বাইকটির সামগ্রিক নকশা অনেকটাই ২০২৫ সালের অটো মেলায় প্রদর্শিত ধারণা মডেলের মতো। সামনের অংশে রয়েছে বিএমডব্লিউ-এর চেনা বাঁকানো নাক , আগ্রাসী জ্বালানির ট্যাংক ও শরীরের চারপাশে ছড়ানো স্টাইলিশ প্লেট এবং সরল পিছনের অংশ। বাইকটির মোট চেহারা দেখতে অনেকটা বিএমডব্লিউ আর ১৩০০ জিএস-এর মতো, যা অ্যাডভেঞ্চারপ্রেমীদের দারুণভাবে আকৃষ্ট করবে।

এফ ৪৫০ জিএস-এ রয়েছে উঁচু হ্যান্ডেলবার এবং স্বাভাবিকভাবে বসার জন্য উপযুক্ত ফুট প্যাগ, যা দীর্ঘ যাত্রার সময় আরাম নিশ্চিত করবে। সামনের সাসপেনশনটি সম্ভবত সামঞ্জস্যযোগ্য, তবে এখনই নিশ্চিত নয় এতে শুধু প্রিলোড পরিবর্তন করা যাবে, নাকি কম্প্রেশন ও রিবাউন্ড ড্যাম্পিংয়ের সুবিধাও থাকবে।

adventure

ইঞ্জিন ও কর্মক্ষমতা

বাইকটিতে থাকবে ৪৫০ ঘনসেন্টিমিটারের সমান্তরাল যমজ (প্যারালাল টুইন) ইঞ্জিন, যা প্রায় ৪৮ ব্রেক হর্সপাওয়ার (বিএইচপি) শক্তি ও ৪৫ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করতে পারবে। এতে থাকবে ছয়-গতির গিয়ারবক্স।

এফ ৪৫০ জিএস-এ আধুনিক রাইডিং প্রযুক্তির অংশ হিসেবে থাকছে:

দ্বৈত চ্যানেলের অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম (এবিএস)

ট্র্যাকশন নিয়ন্ত্রণ

একাধিক চালনা মোড (রাইড মোড)

এছাড়াও, রাইডার চাইলে এবিএস ও ট্র্যাকশন নিয়ন্ত্রণ বন্ধ করার সুবিধাও পেতে পারেন।

ফিচার ও যন্ত্রাংশ

এফ ৪৫০ জিএস-এ থাকছে সম্পূর্ণ এলইডি আলো, রঙিন টিএফটি (টিন ফিল্ম ট্রানজিস্টর) ডিসপ্লে, ব্লুটুথ সংযোগ ও ধাপে ধাপে দিক নির্দেশনা (টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন)।

ব্রেক ও ক্লাচের লিভার সামঞ্জস্যযোগ্য। পেটেন্ট চিত্র থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এতে ঘূর্ণনযোগ্য ডায়াল থাকতে পারে—যা বিএমডব্লিউ-এর উচ্চমানের মডেলগুলোর মতো মেনু পরিচালনায় সহায়তা করবে।

নির্মাণ ও সাসপেনশন

এফ ৪৫০ জিএস-এর ফ্রেম তৈরি হয়েছে ইস্পাত ব্রিজ ট্রেলিস কাঠামোর ওপর ভিত্তি করে, যার সঙ্গে যুক্ত রয়েছে আলাদা করে লাগানো সাব-ফ্রেম। সামনের দিকে রয়েছে আপসাইড-ডাউন ফর্ক এবং পেছনে মনোশক সাসপেনশন।

am

পরীক্ষামূলক মডেলে দেখা গেছে সামনের চাকাটি ১৯ ইঞ্চি এবং পেছনেরটি ১৭ ইঞ্চি আকৃতির অ্যালয় চাকা। উভয় চাকার সঙ্গে ডিস্ক ব্রেক ব্যবস্থাও রয়েছে।

কোন বাইকের সঙ্গে প্রতিযোগিতা করবে?

এই বাইকটি ভারতের বাজারে লঞ্চ হলে মূলত প্রতিদ্বন্দ্বিতা করবে—

রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০

কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার

এবং আসন্ন সিএফমোটো ৪৫০ এমটি-এর সঙ্গে।

আরও পড়ুন: হিরোর এই মোটরসাইকেলের উৎপাদন বন্ধ

বিএমডব্লিউ এফ ৪৫০ জিএস হতে চলেছে একটি আধুনিক প্রযুক্তিসম্পন্ন, শক্তিশালী ও স্টাইলিশ অ্যাডভেঞ্চার বাইক। এর দাম হয়তো মিড-রেঞ্জ হবে, তবে এর প্রযুক্তি ও গঠন বহু প্রিমিয়াম ফিচারকে ছুঁয়ে যাবে বলেই ধারণা।

এজেড