হিরো মোটোকর্প তাদের সবচেয়ে দামী মোটরসাইকেল হিরো মাভরিক ৪৪০-এর উৎপাদন ও বিক্রি বন্ধ করে দিয়েছে। এখন ভারতের বাজারে আর এই বাইকটি পাওয়া যাবে না। দেশটির মহারাষ্ট্রসহ একাধিক রাজ্যের বিক্রয় প্রতিনিধিরা (ডিলার) জানিয়েছেন, তারা এখন আর এই বাইকের অগ্রিম বুকিং নিচ্ছেন না।
গত তিন মাসে একটি ইউনিটও তৈরি হয়নি, কিংবা কোনো বিক্রয় প্রতিনিধির কাছে সরবরাহও করা হয়নি। তার আগেও মাভরিক ৪৪০-এর বিক্রি ছিল মাত্র তিন অঙ্কের মধ্যে, যা নতুন চালু হওয়া একটি বাইকের জন্য যথেষ্ট হতাশাজনক।
বিজ্ঞাপন
হারলের প্ল্যাটফর্মে তৈরি, তবুও সাড়া মেলেনি
মাভরিক ৪৪০ তৈরি হয়েছিল হারলে-ডেভিডসন এক্স৪৪০-এর ভিত্তিতে। যদিও এক্স৪৪০ ভারতে মোটামুটি ভালো বিক্রি করেছে, হিরো মাভরিক ৪৪০ বাজারে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি।

বিশেষজ্ঞদের মতে, বাইকটির দুর্বল বিপণন কৌশল, কম নজরকাড়া নকশা, এবং গ্রাহক মনস্তত্ত্ব না বোঝা—এই তিনটি বিষয় এর ব্যর্থতার প্রধান কারণ। বাইকটির চেহারা ও নকশা সাধারণ ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারেনি।
বিজ্ঞাপন
ফিচারসমৃদ্ধ বাইক, তবুও কেন ব্যর্থ?
হিরো মাভরিক ৪৪০-এর ফিচার
শক্তিশালী ৪৪০ সিসি ইঞ্জিন
আরামদায়ক সাসপেনশন
সহজ চালানোর সুবিধা
আকর্ষণীয় বৈশিষ্ট্য
তবুও বাইকটি বাজারে প্রত্যাশিত সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। বাইকওয়ালে গ্যারাজ-এর মতো রিভিউ প্ল্যাটফর্মগুলো বাইকটির প্রশংসা করলেও, সাধারণ ভারতীয় ক্রেতারা সেটি গ্রহণ করেননি।

ব্যর্থতার মূল কারণ: প্রচারে ঘাটতি
এই উদাহরণটি আবারও প্রমাণ করে, কেবল ভালো গুণগত মান ও পারফরম্যান্স থাকলেই কোনো পণ্য সফল হয় না। সঠিক বিপণন, আকর্ষণীয় নকশা এবং গ্রাহক আকর্ষণ—এই তিনটি দিকও সমানভাবে গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: বর্ষাকালে বাইকে লং রাইডে যাচ্ছেন? কী কী সঙ্গে নেবেন
হিরো একটি ভালো পণ্য তৈরি করেছিল ঠিকই, কিন্তু সেটিকে বাজারে তুলে ধরার সঠিক কৌশল অবলম্বন করতে পারেনি। আশা করা যায়, ভবিষ্যতে তারা আরও চিন্তাভাবনা করে নতুন পণ্য বাজারে আনবে।
এজেড

