images

অটোমোবাইল

বৃষ্টির দিনে বাইক চালাতে গিয়ে এই ভুলগুলো অনেকেই করেন

অটোমোবাইল ডেস্ক

০১ আগস্ট ২০২৫, ০৯:৩১ এএম

বর্ষার দিনে মোটরসাইকেল চালানো যেমন উপভোগ্য, তেমনি হতে পারে বিপজ্জনকও। সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় ছোট একটি ভুলই বড় দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে। অনেক অভিজ্ঞ চালকরাও কিছু সাধারণ ভুল করে ফেলেন যা এড়িয়ে চলা উচিত। নিচে বাস্তব কেস স্টাডি ও প্রতিটি ভুলের সমাধান তুলে ধরা হলো—

ভুল ১: টাইরের অবস্থা খেয়াল না রাখা

কেস স্টাডি:

মিরপুরের শাওন নামে এক তরুণ বর্ষার দিনে অফিসে যাওয়ার সময় ব্রেক করতে গিয়ে পিছলে গিয়ে পড়ে যান। পরবর্তীতে দেখা যায়, তার বাইকের টায়ারে যথেষ্ট গ্রিপ ছিল না।

সমাধান:

বর্ষার আগে বাইকের টায়ারের গ্রিপ পরীক্ষা করুন।

টায়ারে ফাটল বা অতিরিক্ত পরা থাকলে বদলে ফেলুন।

ওয়েট গ্রিপ ভালো এমন টায়ার বেছে নিন।

bik3

ভুল ২: অতিরিক্ত গতি বজায় রাখা

কেস স্টাডি:

গাজীপুরে রাসেল বৃষ্টির মধ্যে হাইওয়েতে ৬০ কিমি গতিতে চলছিলেন। সামনের একটি গাড়ি হঠাৎ ব্রেক করায় সময়মতো থামতে পারেননি।

সমাধান:

বর্ষার সময় সর্বোচ্চ ৩০-৪০ কিমি গতিতে বাইক চালানো উচিত।

সামনে ৪-৫ সেকেন্ডের দূরত্ব বজায় রাখুন।

প্রয়োজনে ব্রেকিং ডিস্ট্যান্স বাড়িয়ে দিন।

ভুল ৩: সঠিক রেইন গিয়ার ব্যবহার না করা

gorto

কেস স্টাডি:

তেজগাঁওয়ের রানা নামের এক রাইডার বৃষ্টির মধ্যে ভিজে গিয়েছিলেন। চোখে কুয়াশা জমে থাকায় দূরে কিছু দেখতে পাননি এবং খোঁড়া রাস্তায় পড়ে গিয়ে আহত হন।

সমাধান:

রেইনসুট, রেইন বুট, ও ওয়াটারপ্রুফ গ্লাভস ব্যবহার করুন।

হেলমেটে অ্যান্টি-ফগ ভিজার ব্যবহার করুন।

হেলমেটের শেডে পানি আটকাতে ওয়ারটার-রিপেলেন্ট স্প্রে ব্যবহার করুন।

ridie25

ভুল ৪: কাদা-পানির গর্ত উপেক্ষা করা

কেস স্টাডি:

খিলগাঁওয়ে রাস্তায় জমে থাকা পানির নিচে বড় গর্ত ছিল। রুবেল সেদিকে না দেখে বাইক চালাতে গিয়ে চাকা গর্তে ঢুকে ব্যালান্স হারান।

সমাধান:

পানি জমে থাকা রাস্তায় সম্ভব হলে এড়িয়ে চলুন।

বাধ্য হলে ধীরে এবং সোজাসুজি চালান।

পাশ দিয়ে কোনো গাড়ি গেলে তাদের গতিবিধি দেখে অনুমান করুন পানির নিচে কিছু আছে কি না।

riding

ভুল ৫: হেডলাইট ও ব্রেক লাইট পরীক্ষা না করা

কেস স্টাডি:

নগরীর একজন বাইকার লক্ষ্য না করেই নষ্ট হেডলাইটে রাতে বৃষ্টিতে বাইক চালাচ্ছিলেন। এতে পেছনের গাড়ি তাকে দেখতে পায়নি এবং হালকা ধাক্কা লাগে।

সমাধান:

বৃষ্টির দিনে হেডলাইট, টেইললাইট ও ইনডিকেটর নিয়মিত চেক করুন।

ব্যাটারি ও ফিউজ সিস্টেম ঠিক আছে কি না, দেখে নিন।

accident

ভুল ৬: ব্রেক একসঙ্গে চাপা

কেস স্টাডি:

নতুন চালক জাবের হঠাৎ সামনে গাড়ি দেখে একসাথে ক্লাচ ও ব্রেক চেপে ফেলেন। এতে পিছনের চাকা লক করে বাইক স্লিপ করে পড়ে যান।

সমাধান:

পিছনের ও সামনের ব্রেক সঠিক ভারসাম্যে ব্যবহার করুন।

ক্লাচ একসঙ্গে চেপে না ধরে প্রথমে ব্রেক দিন।

পিচ্ছিল রাস্তায় হালকা ব্রেক দিন, শক্ত করে নয়।

আরও পড়ুন: বৃষ্টির পানি জমে থাকা রাস্তায় বাইক চালানোর সঠিক কৌশল

বর্ষাকালে মোটরসাইকেল চালানো ঝুঁকিপূর্ণ হলেও সচেতনতা ও সঠিক প্রস্তুতির মাধ্যমে এই ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা যায়। নিয়মিত রক্ষণাবেক্ষণ, ধীরগতি, এবং মানসম্পন্ন রেইন গিয়ারের ব্যবহার চালকদের সুরক্ষিত রাখে।

এজেড