অটোমোবাইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১২:০৭ পিএম
ইঞ্জিন ব্রেকিং হচ্ছে এমন একটি কৌশল, যেখানে বাইকের থ্রটল ছেড়ে দিয়ে গিয়ার নামিয়ে ইঞ্জিনের কম্প্রেশন ব্যবহার করে গতি কমানো হয়, ব্রেক লিভার না ধরেই। এটি অনেক সময় নিরাপদ এবং কার্যকর হয়ে ওঠে, বিশেষ করে হঠাৎ গতি কমাতে হলে। নিচে বিস্তারিত ব্যাখ্যা করা হলো, কোন কোন পরিস্থিতিতে ইঞ্জিন ব্রেক ব্যবহার করা উচিত:
১. বাঁক ঘোরার সময় (Cornering)
বাঁক নেবার আগে যদি বাইক দ্রুত গতিতে থাকে, তখন হ্যান্ড ব্রেক ধরলে বাইক স্লিপ করে পড়ে যেতে পারে। তাই গিয়ার ডাউন করে ইঞ্জিন ব্রেক ব্যবহার করলে গতি ধীরে ধীরে কমে এবং ভারসাম্য ঠিক থাকে।

২. নেমে আসার সময় (Downhill riding)
নিচের দিকে নামার সময় কেবল ব্রেক ব্যবহার করলে ব্রেক অনেক দ্রুত গরম হয়ে কার্যকারিতা হারাতে পারে (Brake fade)। এ সময় ইঞ্জিন ব্রেক ব্যবহার করলে বাইক নিয়ন্ত্রণে থাকে এবং অতিরিক্ত ব্রেক চাপতে হয় না।
৩. জ্যামে ধীরে চলার সময়
জ্যামে যখন ঘন ঘন থামতে হচ্ছে, তখন বারবার ব্রেক চাপার পরিবর্তে গিয়ার ডাউন করে ইঞ্জিন ব্রেক ব্যবহার করলে হঠাৎ থেমে যাওয়ার সময়ও বাইক নিয়ন্ত্রণে থাকে।

৪. সড়কে যদি পিচ্ছিল অবস্থা থাকে
বৃষ্টির সময় বা বালিময়/কাদামাটি রাস্তায় হঠাৎ জোরে ব্রেক দিলে চাকায় গ্রিপ হারিয়ে ফেলতে পারে। ইঞ্জিন ব্রেকিং ধীরে ধীরে গতি কমায়, এতে বাইকের নিয়ন্ত্রণ বজায় থাকে।
৫. হঠাৎ সামনে কিছু চলে এলে
অনেক সময় সড়কে হঠাৎ করে কুকুর, মানুষ বা গাড়ি সামনে চলে আসে। এ সময় প্যানিক ব্রেকিং করলে চাকা লক হয়ে যেতে পারে। কিন্তু গিয়ার নামিয়ে ইঞ্জিন ব্রেক ধরলে দ্রুত ও নিরাপদে গতি কমানো সম্ভব হয়।

ইঞ্জিন ব্রেক ধরার সময় হঠাৎ অনেকটা গিয়ার কমিয়ে ফেললে বাইক জার্ক করতে পারে বা চাকা লক হতে পারে। তাই ধাপে ধাপে গিয়ার ডাউন করা উচিত।
ইঞ্জিন ব্রেকিং শুধুমাত্র অভ্যাসে পরিণত করলে কার্যকর হবে। না জেনে করলে উল্টো বিপদ হতে পারে।
আরও পড়ুন: মোটরসাইকেলের গিয়ার লিভারের কাজ কী?
ইঞ্জিন ব্রেকিং হচ্ছে এক প্রাকৃতিক ও কার্যকর কৌশল, যা সঠিক সময়ে প্রয়োগ করলে বাইকের আয়ু, নিরাপত্তা এবং ব্রেকের স্থায়িত্ব—সবই বাড়ায়।
এজেড