শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোটরসাইকেলের গিয়ার লিভারের কাজ কী?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ০৯:৪৮ এএম

শেয়ার করুন:

bike

মোটরসাইকেল চালানোর সময় আমরা সাধারণত থ্রটল, ব্রেক আর ক্লাচ নিয়ে ভাবি, কিন্তু অনেকেই গিয়ার লিভারের প্রকৃত ভূমিকা সম্পর্কে পুরোপুরি জানেন না। অথচ এই ছোট একটি লিভারই ইঞ্জিনের শক্তিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে বাইক চালানোকে করে তোলে স্মুথ, কার্যকর ও নিরাপদ। তাহলে মোটরসাইকেলের গিয়ার লিভারের কাজ ঠিক কী?

গিয়ার লিভারের মূল কাজ:

গতি নিয়ন্ত্রণে সহায়তা করে

গিয়ার লিভার বদল করে বাইকের গতি নিয়ন্ত্রণ করা হয়। কম গিয়ারে বাইক ধীরে চলে, বেশি টর্ক পাওয়া যায়—যা প্রাথমিক স্টার্ট নেওয়ার সময় দরকার হয়। আর উচ্চ গিয়ারে গতি বেশি হয়, মাইলেজও বাড়ে।

shift_pc

টর্ক ও পাওয়ারের ভারসাম্য বজায় রাখে

ইঞ্জিনের ঘূর্ণন শক্তি (RPM) এবং চাকায় তা কতটা প্রভাব ফেলবে, সেটা গিয়ারের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়। সঠিক গিয়ারে চললে ইঞ্জিন স্বস্তিতে কাজ করতে পারে।

ইঞ্জিনে অতিরিক্ত চাপ পড়ে না

বারবার থামা-চলার সময় বা উঁচু-নিচু রাস্তায় যদি ভুল গিয়ার ব্যবহার করা হয়, তাহলে ইঞ্জিনের উপর অতিরিক্ত চাপ পড়ে। সঠিক গিয়ার ব্যবহার ইঞ্জিনের আয়ু বাড়ায়।

বাইক থামানো ও স্টার্ট দেওয়া সহজ করে

গিয়ার লিভার ব্যবহারের মাধ্যমে বাইক নিউট্রাল বা প্রথম গিয়ারে এনে সহজে স্টার্ট দেওয়া যায় এবং থামানোর সময় ধীরে ধীরে গতি কমানো যায়।

shift

গিয়ারের স্ট্যান্ডার্ড প্যাটার্ন কীভাবে হয়?

বেশিরভাগ ম্যানুয়াল গিয়ারে ব্যবহৃত হয় এই প্যাটার্নঃ

১ – নিউট্রাল – ২ – ৩ – ৪ – ৫

প্রথম গিয়ার নিচে, বাকি গিয়ার উপরের দিকে। কিছু বাইকে অল-আপ বা অল-ডাউন প্যাটার্নও থাকে।

আরও পড়ুন: লিটার নাকি টাকার হিসেবে পেট্রোল পাম্প থেকে জ্বালানি ভরবেন?

গিয়ার লিভার শুধুমাত্র গতি বাড়ানো বা কমানোর যন্ত্র নয়, এটি বাইকের পারফরম্যান্স, জ্বালানি সাশ্রয় এবং ইঞ্জিনের স্থায়িত্বে সরাসরি ভূমিকা রাখে। একজন বাইকারের উচিত সঠিক গিয়ার ব্যবহারে দক্ষতা অর্জন করা, যাতে যাত্রা হয় মসৃণ, সুরক্ষিত এবং আনন্দদায়ক।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর