অটোমোবাইল ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ১২:৩১ পিএম
পেট্রোল পাম্পে যানবাহনে জ্বালানি ভরার সময় অনেকেই বলেন, ‘৫০০ টাকার তেল দেন’, আবার কেউ বলেন, ‘৫ লিটার তেল দেন’। তবে আপনি কি জানেন, এই দুটি পদ্ধতির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ পার্থক্য? কোন পদ্ধতিতে আপনি প্রকৃতপক্ষে সঠিক পরিমাণ জ্বালানি পাচ্ছেন, আর কোন পদ্ধতিতে হতে পারে ঠকবার আশঙ্কা—তা জানা আজকের আলোচনার মূল বিষয়।
স্বচ্ছতা ও নির্ভুলতা:
পেট্রোল পাম্পের মেশিন মূলত লিটার অনুযায়ী ক্যালিব্রেট করা থাকে। তাই লিটার হিসেবে জ্বালানি চাইলে পরিমাণ বেশি নির্ভুল হয়।
প্রতারণার আশঙ্কা কম:
টাকা অনুযায়ী জ্বালানি নিলে পাম্প কর্মীরা অনেক সময় তেল দেয়ার আগেই মেশিন রিসেট করে দেয়। এতে আপনি ঠিকমতো বুঝতেই পারেন না, ঠিক কতটা জ্বালানি পেলেন।
লিটার অনুযায়ী চাইলে আপনি সহজেই দেখতে পারবেন—যন্ত্রে কেবল মাত্র নির্ধারিত লিটারের পরিমাণ উঠছে কি না।

মূল্যবৃদ্ধি হলেও পরিমাণ অপরিবর্তিত:
জ্বালানির দাম বাড়লেও আপনি যদি নির্দিষ্ট পরিমাণ (যেমন ৫ লিটার) চান, তবে সঠিক পরিমাণ পাচ্ছেন কিনা তা যাচাই সহজ হয়।
টাকার হিসাবে জ্বালানি নেওয়ার ঝুঁকি:
অনেক সময় মেশিন চালু না করেই টাকা অনুযায়ী তেল দেওয়ার ভান করা হয়।
টাকার হিসেবে দিলে, পাম্প কর্মীদের কারচুপির সুযোগ বাড়ে। বিশেষ করে তেল রিসেট না করে আগের হিসাব থেকেই শুরু করলে আপনি ঠকতে পারেন।
পরামর্শ:
সবসময় লিটার হিসেবেই জ্বালানি নিন।
মেশিনের রিডিং ‘০.০০’ দেখার পরই জ্বালানি দিতে বলুন।
জ্বালানি নেওয়ার সময় চোখ রাখুন মেশিনের স্ক্রিনে।
আরও পড়ুন: পেট্রোল পাম্প থেকে ২-৩-৫ এই থিওরিতে তেল ভরালে ঠকবেন না
টাকার পরিমাণ দিয়ে জ্বালানি নেওয়া সহজ মনে হলেও, লিটার অনুযায়ী নেওয়া বেশি স্বচ্ছ ও সুরক্ষিত। একটু সচেতন থাকলেই ঠকবার আশঙ্কা অনেকটাই কমে যায়। তাই পরের বার পেট্রোল পাম্পে গেলে বলুন—‘৫ লিটার দেন’, ‘৫০০ টাকার তেল’ নয়।
এজেড