images

অটোমোবাইল

বৃষ্টিতে হেলমেটে কুয়াশা জমে কেন? সমাধান জানুন

অটোমোবাইল ডেস্ক

১৪ জুলাই ২০২৫, ১০:০৪ এএম

বর্ষার দিনে মোটরসাইকেল চালানো অনেক সময়েই বিপজ্জনক হয়ে ওঠে। বিশেষ করে হেলমেটের ভেতরে কুয়াশা জমে গেলে দৃষ্টিশক্তি সীমিত হয়ে যায়, যার ফলে ঘটে যেতে পারে দুর্ঘটনা। এমন পরিস্থিতি থেকে বাঁচতে চাই সঠিক প্রস্তুতি ও কিছু কার্যকরী সমাধান।

কেন কুয়াশা জমে?

বৃষ্টির দিনে বাইরের পরিবেশ ঠান্ডা এবং হেলমেটের ভেতরে আপনার নিঃশ্বাসের কারণে গরম বাতাস জমা হয়। তাপমাত্রার এই পার্থক্যে হেলমেটের ভিসরের (visor) ভেতরের দিকে জলীয় বাষ্প জমে কুয়াশার সৃষ্টি হয়।

সমাধান কী?

১. অ্যান্টি-ফগ ফিল্ম ব্যবহার করুন

হেলমেটের ভিসরের ভেতরে এই ফিল্ম লাগালে তা কুয়াশা জমা থেকে বিরত রাখে। এটি স্বচ্ছ এবং দীর্ঘস্থায়ী। অনেক হাই-এন্ড হেলমেটে প্রি-ইনস্টলড অ্যান্টি-ফগ ফিল্ম আসে।

বাজারে ‘Pinlock’ নামের অ্যান্টি-ফগ ফিল্ম বেশ জনপ্রিয়।

২. ভালো ভেন্টিলেশন সিস্টেম থাকা হেলমেট বেছে নিন

হেলমেটের সামনে ও পেছনে যদি পর্যাপ্ত ভেন্ট থাকে, তাহলে তা বাতাস চলাচল বজায় রেখে কুয়াশা জমতে দেয় না।

হেলমেট কেনার সময় ‘multiple air vents’ বা ‘breath guard’ আছে কিনা দেখে নিন।

fog

৩. অ্যান্টি-ফগ স্প্রে ব্যবহার করুন

হেলমেটের ভিসরের ভেতরে বিশেষ অ্যান্টি-ফগ স্প্রে ব্যবহার করে এক ধরনের প্রতিরক্ষামূলক স্তর তৈরি করা যায়, যা কুয়াশা জমতে দেয় না।

প্রতিবার ব্যবহারের আগে বা সপ্তাহে অন্তত একবার প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।

৪. ব্রিদ ডিফ্লেক্টর ব্যবহার করুন

এই যন্ত্র হেলমেটের ভেতরে নিঃশ্বাসের বাতাস সরাসরি ভিসরে পৌঁছাতে বাধা দেয়। এতে কুয়াশা জমার প্রবণতা কমে।

কিছু হেলমেটে এটি আগে থেকেই যুক্ত থাকে, আবার আলাদাভাবেও কেনা যায়।

৫. হেলমেট পরিষ্কার রাখা জরুরি

ভিসরের দুই পাশ নিয়মিত পরিষ্কার না রাখলে জলীয়বাষ্প সহজেই জমে যায়। তাই সপ্তাহে অন্তত একবার মাইল্ড ক্লিনার দিয়ে ভিসর পরিষ্কার করুন।

যা করবেন না

মুখ ঢেকে রাখা কাপড় (বালাক্লাভা) খুব বেশি পুরু হলে নিঃশ্বাস আটকে কুয়াশা বাড়িয়ে দিতে পারে।

আরও পড়ুন: সড়ক ও মহাসড়কে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা জানেন না অনেকই

ভেতরে আঙুল দিয়ে বারবার মুছা হলে ভিসরের প্রটেকশন কমে যায় এবং স্ক্র্যাচ পড়ে।

শেষ কথা

বর্ষার দিনে হেলমেটের কুয়াশা শুধু ঝামেলা নয়, নিরাপত্তার জন্য বড় হুমকি। কিছু সহজ সমাধান এবং একটু সচেতনতা আপনাকে রাখবে নিরাপদ এবং দৃশ্যমানতার দিক থেকে আত্মবিশ্বাসী। আপনার হেলমেট শুধু মাথা নয়, দৃষ্টি রক্ষা করেও জীবন বাঁচাতে পারে।

এজেড