বাংলাদেশে সড়ক ও মহাসড়কে মোটরসাইকেলসহ সব যানবাহনের জন্য সরকার নির্ধারিত গতিসীমা রয়েছে। এই গতি সীমা মানা বাধ্যতামূলক এবং এর ব্যত্যয় হলে আইন অনুযায়ী শাস্তির বিধানও রয়েছে।

বিজ্ঞাপন
সরকারি নীতিমালা অনুযায়ী মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা:
দেশের যানচলাচালকারী সড়ক দুই ধরনের হয়। প্রথমটা হচ্ছে সড়ক, দ্বিতীয়টি মহাসড়ক।
শহরের সাধারণ সড়কের মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা ৫০ কিমি/ঘণ্টা
দেশের মহাসড়কে (হাইওয়ে) মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা ৬০ কিমি/ঘণ্টা
বিজ্ঞাপন

তবে বাস্তবে-
অনেক চালক মহাসড়কে ৭০–৮০ কিমি/ঘণ্টা গতিতে চালান, যা আইন লঙ্ঘন করে।
শহরের ভিতরে বেপরোয়া গতি ও র্যাশ ড্রাইভিংয়ের ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
গুরুত্বপূর্ণ তথ্য
২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী, নির্ধারিত গতি সীমার বেশি চালালে জরিমানা ও শাস্তির বিধান রয়েছে।
বিভিন্ন এলাকায় ট্রাফিক সাইনবোর্ডে গতি সীমা উল্লেখ থাকে, চালকদের তা মেনে চলতে হয়।
আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ৬০, মহাসড়কে ৫০
মহাসড়কে অনেক স্থানে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ রয়েছে, বিশেষ করে ঢাকা-আরিচা, ঢাকা-মাওয়া, ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে।

পরামর্শ
সবসময় সড়কের চিহ্নিত গতি সীমা মেনে চলুন।
হেলমেট পরিধান এবং ট্রাফিক আইন মেনে চালালে দুর্ঘটনা রোধ করা সম্ভব।
গতি নয়, নিরাপত্তা গুরুত্বপূর্ণ—এ কথাটি মাথায় রাখুন।
এজেড

