images

অটোমোবাইল

কেটিএম নতুন অ্যাডভেঞ্চার ক্রুজার বাইক আনল 

অটোমোবাইল ডেস্ক

১২ জুলাই ২০২৫, ১২:৪৩ পিএম

বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা কেটিএম নতুন অ্যাডভেঞ্চার ক্রুজার বাইক আনল। যার মডেল ২০২৫ কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার। নতুন ভার্সনের এই বাইকের দাম বেড়েছে। সেই সঙ্গে যোগ হয়েছে নতুন নতুন কিছু ফিচার।

২০২৫ এডিশনের কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার মডেলের অন্যতম বড় আপডেট হল ক্রুজ কন্ট্রোল সিস্টেম, IMU-ভিত্তিক কর্নারিং এবিএস ও ট্র্যাকশন কন্ট্রোল। পাশাপাশি বাইকটিতে এবার Street, Rain ও Off-Road – এই তিনটি রাইডিং মোড উপলব্ধ, যা বিভিন্ন রোড কন্ডিশনে রাইডারের নিয়ন্ত্রণ ও আরামদায়ক অভিজ্ঞতা অনেকটাই উন্নত করবে।

ktm_pic

পুরনো মডেলে সবচেয়ে বড় খামতি ছিল থ্রটল রেসপন্স ও রাইডিং মোডের অভাব, যা রাইডিং অভিজ্ঞতাকে অনেকটাই সীমাবদ্ধ করত। এবার সেই সমস্যার সমাধান হিসেবে নতুন X মডেলে রাইডিং মোডগুলো যুক্ত করা হয়েছে, যা KTM-এর স্বকীয় চরিত্রকে আরও স্পষ্টভাবে তুলে ধরবে।

ktm2

নতুন মডেলটিতে রয়েছে আপডেটেড সুইচগিয়ার, যেখানে আছে ক্রুজ কন্ট্রোল চালু/বন্ধ করার জন্য আলাদা বোতাম এবং গতির নিয়ন্ত্রণের জন্য টগল সুইচ। এই ফিচারটি রাইডারদের দীর্ঘ রাইডে আরও আরামদায়ক অভিজ্ঞতা দেবে।

ktm

তবে বাইকটির সাসপেনশন এখনও অ্যাডজাস্টেবল নয়, এবং পুরনো ১৯/১৭ ইঞ্চির অ্যালয় হুইল কম্বিনেশনই ব্যবহার করা হয়েছে। কিন্তু আপডেটেড ইলেকট্রনিক ফিচার, রাইডিং মোড এবং নিরাপত্তা বৈশিষ্ট্যগুলোর কারণে এই বাইকটি আগের চেয়ে অনেক বেশি অ্যাডভান্সড ও উপযোগী হয়ে উঠেছে।

আরও পড়ুন: বিএমডব্লিউ নতুন অ্যাডভেঞ্জার বাইক আনল

2025 KTM 390 Adventure X এখন এক আদর্শ পছন্দ হতে পারে তাদের জন্য, যারা প্রিমিয়াম ইলেকট্রনিক ফিচার চাইলেও স্ট্যান্ডার্ড মডেলের অতিরিক্ত দাম দিতে চান না। বাইকটি অফ-রোডিং, ট্যুরিং এবং ডেইলি রাইড — সব ক্ষেত্রেই উন্নত পারফরম্যান্স ও আরামের আশ্বাস দিচ্ছে। ২০২৫ সালের এই আপডেট বাইক অ্যাডভেঞ্চার বাইকারদের মধ্যে নিঃসন্দেহে সাড়া ফেলবে।

এজেড