মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিএমডব্লিউ নতুন অ্যাডভেঞ্জার বাইক আনল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৩, ০২:০২ পিএম

শেয়ার করুন:

bmw

জার্মানির অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ নতুন অ্যাডভেঞ্জার বাইক আনল। মডেল বিএমডব্লিউ আর ১৩০০ জিএস। এটি একটি ট্যুরিং বাইক। কোম্পানি একে বলছে অ্যাডভেঞ্জার ট্যুরিং বাইক। 

নতুন বিএমডব্লিউ বাইকে একটি নতুন এক্স-আকৃতির এলইডি হেডলাইট রয়েছে। ডিজাইনের দিক থেকে এটি আগের মডেলের তুলনায় আরও আধুনিক এবং কমপ্যাক্ট দেখায়। অন্যদিকে ওজনের দিক থেকেও এটি আগের মডেলের তুলনায় প্রায় ১২ কেজি হালকা।


বিজ্ঞাপন


এই বাইকে ১৩০০ সিসির বক্সার টুইন ইঞ্জিন রয়েছে, যা ৭৭৫০ আরপিএমে ১৪৫ নিউটন মিটার টর্ক এবং ৬৫০০ আরপিএমে ১৪৯ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। যা এই সিরিজে দেওয়া সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন। যে কারণে শক্তি ১১ হর্সপাওয়ার বৃদ্ধি পেয়েছে। টর্ক বেড়েছে ৬ নিউটন মিটার। ৬ স্পিড গিয়ারবক্সটি ইঞ্জিনের নিচে রাখা হয়েছে, যা প্যাকেজিংটিকে আরও কমপ্যাক্ট করে তুলেছে।

bmw

এই অ্যাডভেঞ্চার ট্যুর বাইকের মূল ফ্রেমে স্টিলের তৈরি একটি নতুন শিট মেটাল শেল ব্যবহার করা হয়েছে। যা আগের মডেলের তুলনায় বাইকটিকে আরও শক্তি দেয়। যদিও এর পিছনের ফ্রেমের আগের টিউবুলার ইস্পাত কাঠামো এখন ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। 

এছাড়াও, বাইকটিতে একটি নতুন ইলেক্ট্রনিক ডাইনামিক সাসপেনশন অ্যাডজাস্টমেন্ট (ডিএসএ) দেওয়া হয়েছে, যা নির্বাচিত রাইডিং মোড, রাইডিং কন্ডিশন অনুযায়ী স্প্রিং রেট (স্প্রিং স্টিফনেস) সহ সামনে এবং পিছনে ড্যাম্পিংয়ের গতিশীল সমন্বয় করে। বসন্ত বিশ্রামের স্বয়ংক্রিয় সমন্বয় লোড ক্ষতিপূরণ নির্ধারণ করে।


বিজ্ঞাপন


bmw-3

বাইকটিতে স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে চারটি রাইডিং মোড রয়েছে, যেগুলো হল- রেইন, রোড, ইকো এবং এন্ডুরো। এছাড়াও সক্রিয় ক্রুজ কন্ট্রোল সহ রাইডিং অ্যাসিস্ট্যান্ট, সামনে সংঘর্ষের সতর্কতা এবং লেন পরিবর্তন সতর্কতাও অন্তর্ভুক্ত রয়েছে।

এই বাইকের বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ৬.৫ ইঞ্চি ফুল-কালার টিএফটি স্ক্রিন, রাইডার এবং যাত্রীদের জন্য সিট হিটিং, ইন্টিগ্রেটেড ইউএসবি সকেটসহ স্মার্টফোন চার্জিং কম্পার্টমেন্ট এবং অতিরিক্ত ১২ ভোল্ট অন-বোর্ড পাওয়ার সকেট, চাবিহীন রাইডসহ মাল্টি-ফাংশনাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, গরম গ্রিপস, ম্যাট্রিক্সের মতো বৈশিষ্ট্য। এলইডি হেডল্যাম্প, বিএমডব্লিউ মর্টাড ফুল ইন্টিগ্রাল ABS প্রো রয়েছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর