images

অটোমোবাইল

বৃষ্টিতে গাড়ি বা বাইকের ব্রেক ফেল করলে করণীয় কী?

অটোমোবাইল ডেস্ক

০৯ জুলাই ২০২৫, ১১:০০ এএম

বর্ষাকালে রাস্তাঘাট যেমন পিচ্ছিল হয়ে পড়ে, তেমনই গাড়ি ও বাইক চালানোর ঝুঁকিও বাড়ে কয়েকগুণ। এই সময় সবচেয়ে ভয়ংকর যে সমস্যাটি দেখা দিতে পারে, তা হলো ব্রেক ফেল করা। অনেক সময় অতিরিক্ত পানি, কর্দমাক্ত রাস্তা কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে ব্রেক কাজ না করায় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই এমন পরিস্থিতিতে কী করবেন, তা আগে থেকে জানা থাকলে আপনি নিজেকে ও অন্যকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারবেন।

চলুন জেনে নেওয়া যাক বৃষ্টিতে গাড়ি বা বাইকের ব্রেক ফেল করলে কী করণীয়—

গাড়ির ক্ষেত্রে করণীয়:

১. শান্ত থাকুন ও আতঙ্কিত হবেন না:

হঠাৎ ব্রেক ফেল করলে মাথা ঠান্ডা রাখাটাই সবচেয়ে জরুরি। আতঙ্কিত হয়ে স্টিয়ারিং ভুল দিকে ঘুরালে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।

২. ইঞ্জিন ব্রেক ব্যবহার করুন:

গিয়ার ডাউন করে ধীরে ধীরে গাড়ির গতি কমান। বিশেষ করে ম্যানুয়াল গাড়িতে গিয়ার পরিবর্তনের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ সম্ভব। অটোমেটিক গাড়িতে লো গিয়ারে (L বা 1, 2) সুইচ করুন।

হ্যান্ড ব্রেক (পার্কিং ব্রেক) প্রয়োগ করুন:

খুব ধীরে এবং নিয়ন্ত্রিতভাবে হ্যান্ড ব্রেক টানুন। দ্রুত টানলে গাড়ি পিচ্ছিল রাস্তায় ঘুরে যেতে পারে।

bristi_pic

৪. রাস্তার পাশ বা খোলা জায়গা খুঁজুন:

গাড়ি থামানোর জন্য খালি জায়গা, ডিভাইডার, বা রাস্তার পাশে কোনো নিরাপদ এলাকা খুঁজে বের করুন।

৫. হর্ন ও হ্যাজার্ড লাইট চালু রাখুন:

অন্য চালকদের সতর্ক করতে হর্ন বাজান ও হ্যাজার্ড লাইট অন করুন।

বাইকের ক্ষেত্রে করণীয়:

১. পেছনের ব্রেক ব্যবহার করুন:

যদি সামনের ব্রেক কাজ না করে, তাহলে ধীরে ধীরে পিছনের ব্রেক চাপুন। সম্পূর্ণ জোরে চাপলে চাকা লক হয়ে বাইক পিছলে যেতে পারে।

২. ইঞ্জিন ব্রেক ব্যবহার করুন:

গিয়ার ডাউন করে বাইক ধীরে ধীরে থামানোর চেষ্টা করুন। গিয়ার বদল করে গতি কমানোই নিরাপদ উপায়।

৩. বাইক সোজা রাখুন:

বাইককে যতটা সম্ভব সোজা রেখে ব্যালান্স করুন। হঠাৎ বাঁক নিতে গেলে বাইক পিছলে যেতে পারে।

৪. বাহন থেকে লাফ দেওয়ার চেষ্টা করবেন না (যদি না এক্সিডেন্ট অবশ্যম্ভাবী হয়):

দ্রুত চলন্ত বাইক থেকে লাফ দেওয়া ঝুঁকিপূর্ণ। তাই আগে গতি কমাতে মনোযোগ দিন।

break

বৃষ্টিতে কেন ব্রেক ফেল হয়?

পানিতে ভিজে গিয়ে ব্রেক প্যাড বা ডিস্ক স্লিপ করে

ব্রেক লাইন বা তারে পানি ঢুকে যায়

আরও পড়ুন: বৃষ্টির দিনে মোটরসাইকেল স্টার্ট না নিলে করণীয়

বাইকে কর্দমাক্ত রাস্তা ব্রেক কেবল আটকে দেয়

নিয়মিত ব্রেক মেইনটেন্যান্স না করা

প্রতিরোধমূলক ব্যবস্থা:

বর্ষাকালে ব্রেক, টায়ার ও ব্যাটারি নিয়মিত পরীক্ষা করুন

ডিস্ক ব্রেকে পানি লাগলে থেমে শুকিয়ে নিতে দিন

গাড়ির এবিএস (Anti-lock Braking System) ঠিকমতো কাজ করছে কি না নিশ্চিত করুন

রাস্তায় স্পিড কমান ও প্রয়োজন হলে আগে থেকেই ব্রেক চাপতে শুরু করুন

বৃষ্টির দিনে যানবাহন চালানো মানেই বাড়তি সতর্কতা। হঠাৎ ব্রেক ফেল হলে ঘাবড়ে না গিয়ে ধীরে ধীরে গতি কমিয়ে গাড়ি বা বাইক নিয়ন্ত্রণে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মিত মেইনটেন্যান্স ও সচেতনতা আপনার জীবন রক্ষা করতে পারে।

এজেড