বর্ষাকালে বাইক চালকদের একটি সাধারণ সমস্যা হলো বাইক স্টার্ট না নেয়া। বিশেষ করে রাতে ভিজে থাকা বাইক সকালে স্টার্ট দিতে গেলে অনেক সময় ইঞ্জিন সচল হয় না। মূলত পানি ঢুকে যাওয়ার কারণে এই সমস্যাটি দেখা দেয়। তবে চিন্তার কিছু নেই—কিছু সহজ পদক্ষেপে আপনি এই সমস্যা সমাধান করতে পারেন।
কেন বাইক স্টার্ট নেয় না?
কার্বুরেটরে বা এয়ার ফিল্টারে পানি ঢুকে যাওয়া
স্পার্ক প্লাগ ভিজে যাওয়া বা ড্যামেজ হওয়া
ইগনিশন কয়েল ও তারে শর্ট সার্কিট
ব্যাটারির সংযোগ দুর্বল বা ক্ষয়প্রাপ্ত হওয়া
বিজ্ঞাপন

সমস্যা সমাধানের করণীয়:
১. স্পার্ক প্লাগ চেক করুন
প্রথমেই স্পার্ক প্লাগ খুলে পরিষ্কার করুন। যদি পানি বা কাদা লেগে থাকে তবে শুকিয়ে আবার লাগান। প্রয়োজনে প্লাগ পরিবর্তন করুন।
২. কার্বুরেটর থেকে অতিরিক্ত পানি বের করুন
কার্বুরেটর থাকলে নিচের ড্রেন স্ক্রু খুলে পানি বা ভিজে থাকা জ্বালানি বের করে দিন। এরপর নতুন করে পেট্রোল দিয়ে চেষ্টা করুন।
আরও পড়ুন: মোটরসাইকেলের ইঞ্জিন বৃষ্টিতে ভিজলে কি সমস্যা হয়?
৩. ইলেকট্রিক সংযোগ শুকিয়ে নিন
ইগনিশন সিস্টেম, সিডিআই ইউনিট বা ব্যাটারি কানেকশন শুকিয়ে ফেলুন। হেয়ার ড্রায়ার বা শুকনা কাপড় ব্যবহার করতে পারেন।
৪. বাইক রোদে রাখুন (যদি সম্ভব হয়)
একটু রোদে রাখলে বাইকের ইঞ্জিন, প্লাগ ও ইলেকট্রিক অংশ সহজে শুকিয়ে যায়। এতে বাইক স্বাভাবিকভাবে স্টার্ট নিতে পারে।

৫. পুশ স্টার্ট করুন
যদি ব্যাটারি দুর্বল হয়, তবে বাইক ঠেলে পুশ স্টার্ট দিতে পারেন। তবে সাবধানতার সঙ্গে করুন।
ভবিষ্যতের জন্য প্রতিরোধমূলক টিপস
ওয়াটারপ্রুফ বাইক কভার ব্যবহার করুন
ইলেকট্রিক অংশে WD-40 বা সিলিকন স্প্রে ব্যবহার করুন
স্পার্ক প্লাগ ক্যাপ ভালো অবস্থায় আছে কিনা নিয়মিত দেখুন
প্রতি বর্ষা শুরুর আগে একবার সার্ভিসিং করিয়ে নিন
বৃষ্টির দিনে বাইক স্টার্ট না নেয়া অস্বাভাবিক নয়, তবে আতঙ্কিত না হয়ে ধাপে ধাপে সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নিলে সমাধান সম্ভব। সঠিক রক্ষণাবেক্ষণ আপনাকে যেকোনো পরিস্থিতিতে নির্ভরযোগ্য ভরসা দেবে।
এজেড

