অটোমোবাইল ডেস্ক
০৮ জুলাই ২০২৫, ০১:১৫ পিএম
বিখ্যাত মোটরযান নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ তাদের জনপ্রিয় ইলেকট্রিক বাইক সিই০৪ এর আপডেট ভার্সন আনল। আগের ভার্সনের তুলনায় নতুন সিই০৪ ভার্সনে এসেছে বেশ কিছু পরিবর্তন।
যুক্ত হয়েছে একাধিক উন্নত ফিচার, যা একে আরও আকর্ষণীয় ও ব্যবহারযোগ্য করে তুলেছে।
বিএমডব্লিউ সিই০৪ চলবে একটি ৩১ কিলোওয়াট আওয়ার ইলেকট্রিক মোটরে। যার সর্বোচ্চ গতি ১২০ কিমি/ঘণ্টা। সংস্থার দাবি অনুযায়ী, একবার সম্পূর্ণ চার্জে স্কুটারটি প্রায় ১৩০ কিমি পথ চলতে সক্ষম। ফাস্ট চার্জিং সিস্টেমের সাহায্যে এর ব্যাটারি মাত্র ৪৫ মিনিটে ২০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যেতে পারে, তবে এই ফিচারটি ব্যবহার করতে হলে অপশনাল কুইক চার্জার নিতে হবে।

নতুন সিই০৪ মডেলে দেওয়া হয়েছে এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল, এবং চারটি রাইডিং মোড – ইকো, রেইন, রোড এবং ডাইনামিক। স্কুটারটিতে রয়েছে একটি বিশাল ১০.২৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লে, যেখানে বিল্ট-ইন নেভিগেশন ফিচারও আছে। সামনে ও পেছনে এলইডি লাইট এবং প্রয়োজন অনুযায়ী স্মার্ট স্টোরেজ স্পেস-এর ব্যবস্থাও রাখা হয়েছে।
সিই০৪ এখন তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। বেসিক ভ্যারিয়েন্টটি এসেছে লাইট হোয়াইট রঙে, যার সঙ্গে রয়েছে ব্ল্যাক-গ্রে সিট ও ক্লিয়ার উইন্ডশিল্ড। আভা-গার্দে ভ্যারিয়েন্টে রয়েছে গ্র্যাভিটি ব্লু মেটালিক বডি, যার সঙ্গে রয়েছে সাও পাওলো ইয়েলো হাইলাইট, ইয়েলো টিন্টেড স্ক্রিন ও ডুয়াল-টোন সিট। টপ-স্পেক ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে বড় উইন্ডশিল্ড, হ্যান্ড গার্ড, হিটেড গ্রিপ, কনফোর্ট সিট উইথ হিটিং এবং কিছু স্পেশাল ডিজাইন ডিটেইলিং।
আরও পড়ুন: বিএমডব্লিউর এই স্কুটারের দাম গাড়ির চেয়ে বেশি
শহরের দৈনন্দিন যাতায়াতকে আরও আরামদায়ক, পরিবেশবান্ধব ও স্টাইলিশ করে তুলতেই বিএমডব্লিউ সিই০৪মডেলটি এসেছে। আধুনিক প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন ও উচ্চমানের বৈদ্যুতিক পারফরম্যান্স এই স্কুটারটিকে ইউরোপীয় বাজারে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে দিতে পারে।
এজেড