অটোমোবাইল ডেস্ক
০২ জুলাই ২০২৫, ১০:১০ এএম
মোটরসাইকেল আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি পরিবহন মাধ্যম। দৈনন্দিন যাতায়াতে ব্যবহার হয় এমন বাইক থেকে শুরু করে স্পোর্টস ও ট্যুরিং বাইক—সব ধরনের মোটরসাইকেলেই একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইঞ্জিনের সিলিন্ডার। অনেকেই জানতে চান, একটি মোটরসাইকেলের ইঞ্জিনে কয়টি সিলিন্ডার থাকে? এর উত্তর নির্ভর করে বাইকের ধরন, ইঞ্জিনের ক্ষমতা এবং প্রযুক্তির ওপর।
বাংলাদেশসহ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে যেসব মোটরসাইকেল সবচেয়ে বেশি চলে, সেগুলোর অধিকাংশেই একটি সিলিন্ডার থাকে। সাধারণত ৮০ সিসি থেকে ১৫০ সিসি বা ১৬৫ সিসি ক্ষমতার বাইকগুলো এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এসব বাইক মূলত কমিউটার হিসেবে ব্যবহৃত হয়, যেমন অফিস বা দৈনন্দিন চলাচলে।
Hero Splendor
Honda Dream
Bajaj Platina
TVS Metro
Yamaha FZ
Honda CB Shine
আরও একটু শক্তিশালী এবং পারফরম্যান্স-ভিত্তিক বাইকগুলোর ক্ষেত্রে ইঞ্জিনে দুইটি সিলিন্ডার থাকে। সাধারণত ২৫০ সিসি থেকে ৬৫০ সিসি পর্যন্ত বাইকগুলোতে এই ধরনের সিলিন্ডার কনফিগারেশন দেখা যায়। এতে পাওয়ার, টর্ক এবং স্পিড অনেকটাই বেশি পাওয়া যায়, ফলে এগুলো স্পোর্টস বা ট্যুরিং বাইক হিসেবে ব্যবহৃত হয়।

Yamaha R3
Kawasaki Ninja 300
Benelli 302S
Honda CBR 500R
স্পোর্টস বাইকের আরও উন্নত সংস্করণগুলোতে তিনটি বা চারটি সিলিন্ডার ব্যবহৃত হয়। বিশেষ করে ৬০০ সিসি থেকে শুরু করে ১০০০ সিসি বা তারও বেশি ক্ষমতার বাইকে এই সিলিন্ডার সংখ্যা দেখা যায়। এগুলো মূলত রেসিং বা হাই-পারফরম্যান্স বাইক।

Yamaha R6 (৪ সিলিন্ডার)
Kawasaki ZX-6R
Triumph Street Triple (৩ সিলিন্ডার)
ছয় সিলিন্ডারের মোটরসাইকেল!
বেশ কিছু প্রিমিয়াম ট্যুরিং বাইক রয়েছে যেগুলোতে ৬টি পর্যন্ত সিলিন্ডার থাকে। এগুলোর ইঞ্জিন অনেকটা গাড়ির ইঞ্জিনের মতো শক্তিশালী।

Honda Gold Wing
মোটরসাইকেলের ইঞ্জিনে কয়টি সিলিন্ডার থাকবে তা নির্ভর করে বাইকের ধরন ও ব্যবহারের উদ্দেশ্যের ওপর।
সাধারণত কমিউটার বাইকে ১টি সিলিন্ডার
স্পোর্টস বা ট্যুরিং বাইকে ২-৪টি সিলিন্ডার
আরও পড়ুন: ইঞ্জিনের শক্তি মাপতে কেন হর্স পাওয়ার ব্যবহৃত হয়?
অত্যাধুনিক বাইকে ৬টি পর্যন্ত সিলিন্ডার দেখা যায়।
বাইকের ইঞ্জিন সম্পর্কে জানলে আপনি শুধু পারফরম্যান্সই বুঝতে পারবেন না, বরং রক্ষণাবেক্ষণ ও জ্বালানি খরচ নিয়েও সচেতন থাকতে পারবেন।
এজেড