অটোমোবাইল ডেস্ক
০১ জুলাই ২০২৫, ১২:৩৯ পিএম
মোটরসাইকেলের ইঞ্জিন দীর্ঘদিন ভালো রাখতে ও মসৃণভাবে চালাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ইঞ্জিন অয়েল। তবে বাজারে দুই ধরনের ইঞ্জিন অয়েল পাওয়া যায়—মিনারেল (Mineral) ও সিনথেটিক (Synthetic)। প্রশ্ন হলো, কোনটি মোটরসাইকেলের জন্য ভালো?
নিচে এই দুই ধরনের ইঞ্জিন অয়েলের পার্থক্য ও উপযোগিতা তুলে ধরা হলো—
মিনারেল অয়েল প্রাকৃতিক ক্রুড অয়েল থেকে পরিশোধিত। এটি কম দামে পাওয়া যায় এবং পুরনো বা সাধারণ ব্যবহারের বাইকের জন্য এটি বেশ উপযোগী।
সুবিধা:
দাম সাশ্রয়ী
সাধারণ বাইকে ব্যবহারে কার্যকর
নতুন চালকদের জন্য ভালো অপশন
অসুবিধা:
বেশি গরম হয়ে যায়
কম সময় টেকে (খুব দ্রুত পরিবর্তন করতে হয়)
উচ্চ পারফরম্যান্সের ইঞ্জিনে কম কার্যকর

২. সিনথেটিক ইঞ্জিন অয়েল কী?
সিনথেটিক অয়েল ল্যাব-ভিত্তিকভাবে তৈরি, ফলে এতে রয়েছে উন্নত ফর্মুলা ও দীর্ঘস্থায়ী গুণগত মান। এটি উচ্চগতির বাইক, দীর্ঘ রুট ট্রাভেল বা স্পোর্টস বাইকে বেশি কার্যকর।
সুবিধা:
উচ্চ তাপমাত্রায়ও ভালো পারফরম্যান্স
ইঞ্জিন কম গরম হয়
দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী হয় (ওয়েল পরিবর্তনের সময় দীর্ঘ হয়)
ইঞ্জিনে কম ঘর্ষণ, ফলে আয়ু বাড়ে
অসুবিধা:
দাম বেশি
খুব পুরনো বা লো-পাওয়ার বাইকে অতিরিক্ত খরচ

সাধারণ ১০০–১২৫ সিসি বাইক: শহরের রুটে মিনারেল অয়েল
মাঝারি রেঞ্জ (১৫০–২০০ সিসি): মাঝে মাঝে লং রাইড সেমি-সিনথেটিক
স্পোর্টস বাইক, ২০০ সিসির অধিক: ফ্রিকোয়েন্ট লং রাইড ফুল সিনথেটিক অয়েল
পুরনো বাইক: মিনারেল বা হেভি গ্রেড মিনারেল
আরও পড়ুন: স্কুটারে গিয়ার শিফটার, ক্লাচ থাকে না কেন?
মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল বেছে নেওয়ার সময় আপনার বাইকের ধরন, ইঞ্জিন ক্যাপাসিটি ও চালনার স্টাইল বিবেচনায় নিতে হবে।
এজেড