images

অটোমোবাইল

মোটরসাইকেলের হর্ন, হেডলাইট ও ব্যাটারির যত্ন নেওয়ার উপায়

অটোমোবাইল ডেস্ক

২১ জুন ২০২৫, ১১:০২ এএম

মোটরসাইকেল চালানোর সময় শুধু ইঞ্জিন বা ব্রেক নয়, বরং হর্ন, হেডলাইট এবং ব্যাটারিও সমান গুরুত্ব রাখে। কারণ এসব অংশ ঠিকঠাক কাজ না করলে হতে পারে দুর্ঘটনা, ভোগান্তি কিংবা অতিরিক্ত খরচ। তাই মোটরসাইকেলকে দীর্ঘস্থায়ী ও সুরক্ষিত রাখতে চাইলে নিয়মিত হর্ন, হেডলাইট ও ব্যাটারির যত্ন নেওয়া জরুরি। এই প্রতিবেদনে রইলো এসব অংশের সঠিক রক্ষণাবেক্ষণের উপায়।

হর্নের যত্ন নিন: সতর্কতা ও যোগাযোগের ভরসা

কেন গুরুত্বপূর্ণ

হর্ন হলো বাইকের সতর্কবার্তা দেয়ার প্রধান মাধ্যম। এটি কাজ না করলে চালকের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

bike2

যত্নের উপায়

হর্নের শব্দ দুর্বল হয়ে এলে সার্কিট, সুইচ বা ফিউজ পরীক্ষা করান

বেশি সময় একটানা হর্ন বাজানো থেকে বিরত থাকুন

বৃষ্টির পর বা ধুলাবালিতে চালানোর পর হর্নে পানি ঢুকেছে কি না দেখে শুকিয়ে নিন

অবৈধ বা অতিরিক্ত শব্দের হর্ন ব্যবহার করবেন না—আইনি সমস্যা হতে পারে

maintain

হেডলাইটের যত্ন: রাতের নিরাপদ যাত্রার সঙ্গী

কেন গুরুত্বপূর্ণ?

রাতে বা ঘন কুয়াশায় হেডলাইট না থাকলে বা ভালো আলো না দিলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।

যত্নের উপায়

হেডলাইটের কভার নিয়মিত পরিষ্কার করুন, যেন আলো স্পষ্ট বের হয়

হালকা লাগছে মনে হলে বাল্ব বা রিফ্লেক্টর চেক করান

অতিরিক্ত পাওয়ারের বাল্ব লাগাবেন না, এতে ব্যাটারির উপর চাপ পড়ে

পানি ঢুকে গেলে ভেতরে ফগ তৈরি হয় কিনা খেয়াল রাখুন

ব্যাটারির যত্ন: সব বৈদ্যুতিক যন্ত্রাংশের প্রাণ

কেন গুরুত্বপূর্ণ?

বাইকের হেডলাইট, হর্ন, সেলফ স্টার্টসহ প্রায় সব বৈদ্যুতিক যন্ত্রাংশ ব্যাটারির ওপর নির্ভরশীল।

maitan

যত্নের উপায়

প্রতি মাসে ব্যাটারির চার্জ ও পানি লেভেল (যদি ওয়েট ব্যাটারি হয়) চেক করুন

বেশি সময় বাইক না চালালে ২-৩ দিনে একবার স্টার্ট দিয়ে নিন

চার্জ ধরে না রাখলে ব্যাটারি রিপ্লেস করার সময় হয়ে গেছে কিনা দেখুন

ব্যাটারি টার্মিনালে মরিচা বা ধুলা জমলে পরিষ্কার করুন

আরও পড়ুন: পুরনো মোটরসাইকেল কেনার আগে যেসব বিষয় যাচাই করবেন

হর্ন বা লাইটে সমস্যা থাকলে সেটি ধৈর্য ধরে সমাধান করুন, অস্থায়ী সমাধানে যাবেন না

সস্তা বা নকল যন্ত্রাংশ ব্যবহার থেকে বিরত থাকুন

প্রয়োজনে একজন অভিজ্ঞ মেকানিকের পরামর্শ নিন

মোটরসাইকেলের হর্ন, হেডলাইট ও ব্যাটারির সঠিক যত্ন শুধু যন্ত্রাংশের আয়ু বাড়ায় না, চালকের জীবনকেও রাখে নিরাপদ। নিয়মিত ছোট ছোট রক্ষণাবেক্ষণই হতে পারে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার চাবিকাঠি। তাই মোটরসাইকেল চালানোর পাশাপাশি এর দেখভালেও রাখুন সমান মনোযোগ।

এজেড