images

অটোমোবাইল

সস্তায় পাওয়া যাবে হিরোর এই ইলেকট্রিক স্কুটার

অটোমোবাইল ডেস্ক

১৫ জুন ২০২৫, ০৮:১৮ এএম

ভারতের বৃহৎ টু হুইলার কোম্পানি হিরো মটোকর্পের ইলেকট্রিক সাব-ব্র্যান্ড ভিডা তাদের পরবর্তী ইলেকট্রিক স্কুটার ভিডা ভিএক্স২-এর টিজার প্রকাশ করেছে। অফিসিয়াল লঞ্চের তারিখ নির্ধারিত হয়েছে ১ জুলাই। এটি হবে ভিডার এন্ট্রি-লেভেলের স্কুটার। যাদের কম বাজেট রয়েছে এমন ক্রেতাদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। স্কুটারটি মূলত ইউরোপে প্রদর্শিত ভিডা জেড মডেলের রিব্যাজড ভার্সন। ভারতের বাজারের জন্যই এর রিব্র্যান্ডিং করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

নতুন ইলেকট্রিক স্কুটারের স্টাইল ও ফিচারে থাকবে কিছু কাটছাঁট

শোরুম থেকে ফাঁস হওয়া ছবিতে দেখা গিয়েছে, হিরো ভিএক্স২ মডেলটি উৎপাদনের জন্য প্রস্তুত। এর ডিজাইনে কিছুটা সিম্পল রাখা হয়েছে, যেখানে ভিডা ভি২ মডেলের মতো অ্যাগ্রেসিভ লুক নেই। এতে থাকবে তুলনামূলক ছোট টিএফটি ডিসপ্লে এবং ব্যবহৃত হবে ফিজিক্যাল কি। এছাড়া ফিচার লিস্টেও কিছু কাটছাঁট নজরে পড়বে, যার ফলে দাম হবে আরও প্রতিযোগিতামূলক।

hero

ভিডা ভি২-এর মতো প্ল্যাটফর্মে নির্মিত

যদিও ভিএক্স২ মডেলটি ভি২-এর প্ল্যাটফর্ম ও সাইকেল পার্টসের সঙ্গে অনেকটাই মিল থাকবে, তবে ভিএক্স২-তে দেওয়া হবে ছোট ব্যাটারি এবং কম ফিচার-সেট। এতে টপ-অফ-দ্য-লাইন প্রযুক্তি না থাকলেও, এটি শহুরে ব্যবহারকারীদের জন্য একটি সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ইলেকট্রিক স্কুটার হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: কত দিন পরপর মোটরসাইকেলের চাকায় হাওয়া দেওয়া উচিত?

হিরো ভিডা ভিএক্স২-এর লঞ্চের সঙ্গে সঙ্গেই স্কুটারটির ডেলিভারি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে হিরো তাদের ইভি পোর্টফোলিওতে আরও বৈচিত্র আনবে এবং প্রতিযোগিতামূলক মূল্যে বেশি সংখ্যক গ্রাহকদের আকর্ষণ করতে পারবে বলে অনুমান করা হচ্ছে। ভিএক্স২ মডেলটি সরাসরি টার্গেট করবে বাজাজ চেতক-এর এন্ট্রি-লেভেল ভার্সন এবং টিভিএসের আসন্ন সাশ্রয়ী আইকিউব মডেলকে।

hero2

প্রসঙ্গত, হিরো ভিডা ভিএক্স২ স্কুটারটি যেভাবে পজিশনিং করা হচ্ছে, তাতে এটি দেশের শহরাঞ্চলে পরিবেশবান্ধব, কস্ট-ইফেক্টিভ এবং কমিউটার-বন্ধু একটি অপশন হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। ১ জুলাইয়ের আনুষ্ঠানিক লঞ্চের পর ভিএক্স২ ভারতের ইলেকট্রিক টু-হুইলার মার্কেটে নতুন প্রতিযোগিতা তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

এজেড