শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কত দিন পরপর মোটরসাইকেলের চাকায় হাওয়া দেওয়া উচিত?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

automobile

মোটরসাইকেলের টায়ারে কত দিন পরপর হাওয়া (এয়ার প্রেসার) দেওয়া উচিত তা নির্ভর করে কিছু বিষয়ের ওপর। যেমন-টায়ারের ধরন, রাস্তাঘাটের অবস্থা, চালকের ওজন, বাইকে লোড, এবং আপনি কতটা নিয়মিত বাইক চালান। তবে সাধারণ নিয়মে প্রতি ৭ থেকে ১০ দিনে একবার টায়ারের প্রেসার চেক করা উচিত। প্রয়োজনে প্রতি ১০ থেকে ১৫ দিনে একবার হাওয়া দেওয়া যেতে পারে।

কিছু গুরুত্বপূর্ণ বিষয়:

টায়ারে নির্ধারিত পিএসআই/PSI (Pressure per Square Inch) অনুযায়ী হাওয়া দিতে হবে।

সামনে সাধারণত: ২৫-৩০ পিএসআই

পেছনে সাধারণত: ৩০-৩৫ পিএসআই

(আপনার বাইকের ম্যানুয়ালে নির্দিষ্ট পিএসআই উল্লেখ থাকে।)


বিজ্ঞাপন


টিউবলেস টায়ার হলে, হাওয়া দীর্ঘদিন থাকে। তবুও প্রতি ১০-১৫ দিনে চেক করুন।

টিউব টায়ার হলে, কিছুটা দ্রুত হাওয়া কমে যেতে পারে, তাই প্রতি সপ্তাহে চেক করা ভালো।

অনিয়মিত চালালে: যদি বাইক সপ্তাহে ১-২ দিন চালান, তাহলে প্রতি ১৫ দিন পর পর চেক করুন।

বেশি লোড বা পিলিয়ন রাইড থাকলে: একটু বেশি হাওয়া দরকার হতে পারে পেছনের চাকা‌তে।

যেসব লক্ষণে বুঝবেন চাকায় হাওয়া কম

স্টিয়ারিং ভারি লাগে।

টায়ার নিচু দেখায়।

মাইলেজ কমে যায়।

টায়ারের গ্রিপ দুর্বল হয়ে পড়ে।

সর্বোত্তম পারফরম্যান্স ও নিরাপত্তা বজায় রাখতে, প্রতি সপ্তাহে অন্তত একবার টায়ারের হাওয়া চেক করুন এবং প্রয়োজনে নির্ধারিত পিএসআই অনুযায়ী হাওয়া দিন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর