images

অটোমোবাইল

গাড়ি-বাইকে লুকিং গ্লাস থাকে কেন?

অটোমোবাইল ডেস্ক

০৭ জুন ২০২৫, ১০:১৫ এএম

রাস্তায় নিরাপদে চলাফেরার জন্য চালকের সামনে যতটা দৃষ্টিসীমা থাকে, ততটাই প্রয়োজন পেছনের দৃশ্য জানারও। এজন্যই প্রতিটি গাড়ি ও মোটরসাইকেলে রাখা হয় দুইটি লুকিং গ্লাস বা সাইড মিরর। এই আয়নাগুলোর গুরুত্ব শুধু নিয়ম মানার জন্য নয়, বরং জীবন বাঁচানোর জন্য।

পেছনের যানবাহনের অবস্থান জানার জন্য

গাড়ি বা বাইকে চলতে গেলে বারবার পেছনে ফিরে তাকানো সম্ভব নয়। সেক্ষেত্রে লুকিং গ্লাস দিয়েই চালক বুঝতে পারেন পেছনে কে বা কী আছে, কতটা দূরে আছে এবং সে কোন গতিতে এগোচ্ছে। বিশেষ করে ওভারটেক, লেন পরিবর্তন বা ইউটার্ন নেওয়ার সময় এটি অত্যন্ত কার্যকর।

looking

দুর্ঘটনা রোধে সহায়ক

অনেক দুর্ঘটনার মূল কারণ হয় পেছনের গাড়ি সম্পর্কে না জানা। অনেক চালক হুট করে লেন পরিবর্তন করেন, কিন্তু তখন যদি পেছনে দ্রুতগতির গাড়ি থাকে, তাহলে বড় দুর্ঘটনা হতে পারে। লুকিং গ্লাস এই বিপদ অনেকাংশে কমিয়ে দেয়।

ট্রাফিক নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক

বাংলাদেশসহ অধিকাংশ দেশের ট্রাফিক আইন অনুযায়ী, বাইক বা গাড়িতে দুই পাশে সাইড মিরর থাকা বাধ্যতামূলক। এটি না থাকলে আইন লঙ্ঘনের দায়ে জরিমানাও হতে পারে।

glass_pc

ডেড অ্যাঙ্গেল কভার করে

চালকের সরাসরি চোখে পড়ে না এমন জায়গাকে বলা হয় ‘ডেড অ্যাঙ্গেল’। দুই পাশে লুকিং গ্লাস থাকার কারণে এই ডেড অ্যাঙ্গেল অনেকাংশে কভার হয়, ফলে চারপাশের সচেতনতা বাড়ে এবং নিরাপদ ড্রাইভিং নিশ্চিত হয়।

সমন্বিত সচেতনতা

চালককে সামনের পথের সঙ্গে সঙ্গে পেছনের পরিস্থিতিও অনবরত পর্যবেক্ষণ করতে হয়। দুটি লুকিং গ্লাস থাকলে চালক একদিকে মনোযোগ না দিয়ে দু’পাশের চিত্র সহজে বুঝতে পারেন। এটি একটি ‘স্মার্ট ড্রাইভিং’-এর অংশ।

আরও পড়ুন: বৃষ্টির দিনে ইলেকট্রিক বাইক চালানো কি নিরাপদ?

ছোট মনে হলেও একটি লুকিং গ্লাস নিরাপত্তার বড় যন্ত্র। চালক ও পথচারী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে গাড়ি ও বাইকে দুইটি করে লুকিং গ্লাস রাখা অত্যন্ত জরুরি। সঠিকভাবে সেটিং করে নিয়মিত ব্যবহার করলে, তা হতে পারে দুর্ঘটনার বিরুদ্ধে একটি নীরব প্রতিরক্ষা। নিরাপদ সড়কের স্বার্থে সবার উচিত এই ছোট অথচ গুরুত্বপূর্ণ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা।

এজেড