পরিবেশবান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী পরিবহন হিসেবে ইলেকট্রিক বাইকের জনপ্রিয়তা বেড়েছে। বিশেষ করে শহরের ট্রাফিক জ্যামে সহজ গতির পাশাপাশি কম খরচের এই বাহন অনেকের প্রথম পছন্দ। তবে বর্ষাকালে, অর্থাৎ বৃষ্টির দিনে এই যানটি ব্যবহার করা কতটা নিরাপদ – এই প্রশ্ন অনেক গ্রাহকের মনেই ঘুরপাক খায়।
ইলেকট্রিক বাইক ও পানি – প্রযুক্তিগত ঝুঁকি কোথায়?
বিজ্ঞাপন
ইলেকট্রিক বাইকে ব্যাটারি, মোটর এবং বিভিন্ন বৈদ্যুতিক সংযোগ থাকে যা পানি প্রবেশ করলে শর্ট সার্কিট বা যান্ত্রিক ত্রুটির ঝুঁকি তৈরি করতে পারে। যদিও আধুনিক ই-স্কুটার বা বাইকের অনেক মডেলই IP65 বা IP67 রেটিং যুক্ত, যা পানি ও ধুলাবালি প্রতিরোধে সক্ষম, তবুও অতিরিক্ত পানি বা জলাবদ্ধ রাস্তায় বাইক চালানো ঝুঁকিপূর্ণ হতে পারে।
বিশেষজ্ঞরা কী বলছেন?
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন ইলেকট্রিক যানবাহন বিশেষজ্ঞ জানান, ‘বেশিরভাগ মানসম্মত ইলেকট্রিক বাইকেই ওয়াটার-রেজিস্ট্যান্ট প্রযুক্তি ব্যবহৃত হয়। তবে তা পানিরোধী নয়। মুষলধারে বৃষ্টিতে বা রাস্তার পানি উচ্চতায় উঠে গেলে বাইকের ব্যাটারি বা মোটরে পানি ঢুকে যেতে পারে, ফলে ক্ষতি হতে পারে।’

বিজ্ঞাপন
বৃষ্টিতে ই-বাইক চালানোর আগে করণীয় সতর্কতা:
১. রেইন কভার ব্যবহার করুন: ব্যাটারি ও ইলেকট্রিক সংযোগ অংশে রেইন কভার ব্যবহার করলে পানির সংস্পর্শ থেকে সুরক্ষা পাওয়া যায়।
২. জলাবদ্ধ এলাকা এড়িয়ে চলুন: জমে থাকা পানি ইলেকট্রিক অংশের ক্ষতির ঝুঁকি বাড়ায়।
৩. চার্জিং পোর্ট বন্ধ আছে কি না নিশ্চিত করুন: ভেজা অবস্থায় বাইক চার্জ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. বাইক ভালোভাবে শুকিয়ে তবেই চার্জ দিন: বৃষ্টির মধ্যে চালানোর পর বাইক মুছে বা শুকিয়ে নেওয়া জরুরি।
৫. সার্ভিসিং করান নিয়মিত: বর্ষাকালে বাইকের বৈদ্যুতিক অংশগুলো বিশেষভাবে পরীক্ষা করানো উচিত।
নিরাপত্তা বনাম বাস্তবতা
ব্যক্তিগত প্রয়োজনে অনেকেই বাধ্য হয়ে বৃষ্টির মধ্যে বাইক চালান। তবে ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন না করলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন ব্যবহারকারী। তাই ঝুঁকিপূর্ণ আবহাওয়ায় ই-বাইক ব্যবহার যথাসম্ভব এড়িয়ে যাওয়াই নিরাপদ সিদ্ধান্ত।
আরও পড়ুন: বৃষ্টির দিনে বাইক চালানোর সময় যেসব সতর্কতা মেনে চলা জরুরি
বৃষ্টির দিনে ইলেকট্রিক বাইক চালানো পুরোপুরি নিষিদ্ধ না হলেও এটি কিছুটা ঝুঁকিপূর্ণ — বিশেষ করে নিম্নমানের বা অপ্রতিরোধী মডেলের ক্ষেত্রে। তাই বৃষ্টির দিনে বাইক ব্যবহার করার আগে অবশ্যই যানবাহনের প্রযুক্তিগত সক্ষমতা এবং সুরক্ষা ব্যবস্থা যাচাই করে নেওয়া উচিত। সচেতনতা এবং নিয়ম মেনে চললেই বর্ষার মধ্যেও ইলেকট্রিক বাইক হতে পারে আপনার নির্ভরযোগ্য সঙ্গী।
এজেড

