images

অটোমোবাইল

সড়কে জমে থাকা পানিতে মোটরসাইকেল বন্ধ হয়ে গেলে কী করবেন?

অটোমোবাইল ডেস্ক

৩০ মে ২০২৫, ০৯:৫১ এএম

বাংলাদেশে বর্ষাকালে অনেক রাস্তায় জলাবদ্ধতা একটি সাধারণ সমস্যা। এ সময় মোটরসাইকেল চালানো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অনেক সময় দেখা যায়, জমে থাকা পানিতে ইঞ্জিন ডুবে গিয়ে মোটরসাইকেল হঠাৎ বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে চালকদের কী করণীয়—তা জানা জরুরি।

ইঞ্জিন ডুবে গেলে সম্ভাব্য সমস্যা

ইঞ্জিনে পানি ঢুকে যাওয়া (Hydrolock)

এয়ার ফিল্টারে পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া

ইলেকট্রিক সার্কিট বা স্পার্ক প্লাগ ভিজে যাওয়া

এক্সজস্ট পাইপে পানি ঢুকে যাওয়া

bike2

ইঞ্জিন ডুবে গেলে করণীয় জানুন

মোটরসাইকেল বন্ধ করে দিন

জোর করে স্টার্ট দেয়ার চেষ্টা করবেন না। এতে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে।

পানি থেকে সরিয়ে ফেলুন

প্রথমে বাইকটি শুকনো জায়গায় ঠেলে নিয়ে যান। প্রয়োজনে সাহায্য নিন।

inner_bike

স্পার্ক প্লাগ খুলে পরিষ্কার করুন

স্পার্ক প্লাগ খুলে শুকিয়ে নিন এবং প্লাগ হোল থেকেও পানি বের করে দিন।

এয়ার ফিল্টার পরীক্ষা করুন

এয়ার ফিল্টার ভিজে থাকলে তা শুকিয়ে অথবা পরিবর্তন করে দিন।

ইঞ্জিন অয়েল চেক করুন

ইঞ্জিন অয়েলে পানি মিশে গেলে তা দুধের মতো সাদা হয়ে যায়। এ অবস্থায় তেল পরিবর্তন করতে হবে।

water

এক্সজস্ট পাইপ থেকে পানি বের করুন

বাইক একটু কাত করে পাইপের ভিতরের পানি বের করে দিন।

মেকানিকের সাহায্য নিন

যদি নিজে সমস্যার সমাধান না করতে পারেন, তবে দ্রুত কোনো অভিজ্ঞ মেকানিকের সহায়তা নিন।

আরও পড়ুন: বৃষ্টির দিনে ইলেকট্রিক বাইক চালানো কি নিরাপদ?

প্রতিরোধমূলক ব্যবস্থা

বৃষ্টির দিনে গভীর পানিতে বাইক চালানো থেকে বিরত থাকুন

বাইকে ওয়াটারপ্রুফ কিট ব্যবহার করুন

এয়ার ইনটেক ও এক্সজস্টের উচ্চতা খেয়াল রাখুন

সময়মতো সার্ভিসিং করান

জমে থাকা পানিতে মোটরসাইকেল চালানো শুধু ঝুঁকিপূর্ণ নয়, বরং ইঞ্জিনসহ অন্যান্য অংশে বড় ক্ষতি ডেকে আনতে পারে। সচেতনতা ও সঠিক পদক্ষেপ গ্রহণ করলে এই ধরনের পরিস্থিতি সহজেই সামাল দেওয়া সম্ভব। নিজের ও বাইকের নিরাপত্তার জন্য বৃষ্টির দিনে বাড়তি সতর্কতা নেওয়া জরুরি।

এজেড