images

অটোমোবাইল

মোটরসাইকেলের টায়ার কত বছর টেকে?

অটোমোবাইল ডেস্ক

২৩ মে ২০২৫, ০৯:৪৪ এএম

বর্তমান সময়ের দ্রুতগামী জীবনযাত্রায় মোটরসাইকেল একটি গুরুত্বপূর্ণ যানবাহন। এটি সময় ও খরচ দুটোই সাশ্রয় করে। তবে একটি মোটরসাইকেলের সুষ্ঠু পরিচালনার জন্য এর বিভিন্ন অংশের সঠিক রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। এর মধ্যে টায়ার অন্যতম। টায়ারের অবস্থার উপর নির্ভর করে বাইকের নিরাপত্তা, নিয়ন্ত্রণ এবং আরামদায়ক চালনা। তাই মোটরসাইকেলের টায়ারের আয়ু সম্পর্কে সচেতন হওয়া জরুরি।

টায়ারের গড় আয়ু

সাধারণত একটি মোটরসাইকেলের টায়ার ৩ থেকে ৫ বছর পর্যন্ত ব্যবহারযোগ্য থাকে। তবে এটি বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। যেমন, বাইকের চালানোর ধরন, সড়কের অবস্থা, টায়ারের মান ও রক্ষণাবেক্ষণের নিয়ম মেনে চলা ইত্যাদি।

bike_tyre

টায়ারের আয়ুকে প্রভাবিতকারী কারণসমূহ

ব্যবহারের ধরন

যদি বাইক প্রতিদিন দীর্ঘ সময় চালানো হয় এবং খারাপ বা খোয়া-বালি যুক্ত রাস্তায় চলতে হয়, তাহলে টায়ার দ্রুত ক্ষয় হয়।

টায়ারের মান ও ব্র্যান্ড

উন্নতমানের টায়ার যেমন MRF, Michelin, Dunlop বা Pirelli দীর্ঘস্থায়ী হয়ে থাকে। নিম্নমানের টায়ার দ্রুত ফেটে যায় বা গ্রিপ হারায়।

tyre

রক্ষণাবেক্ষণ

টায়ারে সঠিক পরিমাণে বায়ুচাপ বজায় রাখা, ভারসাম্য ঠিক রাখা এবং ওভারলোড এড়িয়ে চললে টায়ারের আয়ু বৃদ্ধি পায়।

আরও পড়ুন: মোটরসাইকেলে ডিস্ক ব্রেক নাকি ড্রাম ব্রেক ভালো?

চালানোর কৌশল

আকস্মিক ব্রেক, হাইস্পিডে চালনা এবং ওভারলোড বাইক টায়ারের ওপর বেশি চাপ সৃষ্টি করে, ফলে ক্ষয় হয় দ্রুত।

old_tyre

টায়ারের বয়স

যদিও টায়ার কম ব্যবহার করা হয়েছে, তবুও ৫ বছরের বেশি সময় ধরে ব্যবহৃত টায়ার পরীক্ষা করা উচিত। যদি টায়ারের পাতলা হয়ে যায়, গ্রিপ ক্ষয় হয় তবে পরিবর্তন করে নতুন টায়ার যানবাহনে লাগানো উচিত। 

এজেড