images

অটোমোবাইল

৩২ কেজি ওজনের এই ফোল্ডিং বাইকের মাইলেজ ৫০ কিমি

অটোমোবাইল ডেস্ক

১৯ মে ২০২৫, ১১:৫৪ এএম

যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বাইক, ওজন মাত্র ৩২ কেজি। একে ব্যাগে ভরে নিয়ে যাওয়া যায়। আর মাইলেজ? এক লিটারে ৫০ কিলোমিটার! দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীর ব্যবহৃত এমনই একটি দুর্লভ ফোল্ডিং বাইক রয়েছে ভারতের প্রয়াগরাজে।

যুদ্ধবিমান থেকে নামত ব্যাগে ভরা বাইক

এই ব্যতিক্রমী ফোল্ডেবল বাইকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল সেনাবাহিনীর জন্য। বিশেষভাবে ডিজাইন করা বাইকটি সৈন্যরা যুদ্ধবিমানে করে নিয়ে যেতেন। প্যারাসুটে নামার সময় এটি ব্যাগে ভরে সঙ্গে থাকত। মাটিতে নেমেই বাইক খুলে যুদ্ধক্ষেত্রে তা ব্যবহার করা যেত।

inner

সেনাবাহিনীর নিলাম থেকে ৬০ টাকায় কেনা হয়েছিল

প্রয়াগরাজের চিবকি এলাকার বাসিন্দা পাপ্পু বুলেটওয়ালার পরিবারে সংরক্ষিত রয়েছে বাইকটি। তার বাবা জাভেদ আলম সেনাবাহিনীর এক নিলাম থেকে মাত্র ৬০ টাকায় বাইকটি সংগ্রহ করেন। আজও বাইকটি সচল এবং সম্পূর্ণ কার্যকর।

আরও পড়ুন: মোটরসাইকেলের এবিএস কী কাজে লাগে?

এই বাইক ডিজেলচালিত, টায়ার আমদানি করা হয়েছিল আমেরিকা থেকে। ওজন মাত্র ৩২ কেজি হওয়ায় এটি সহজেই বহনযোগ্য। একে ভাঁজ করে ব্যাগে রাখা সম্ভব এবং প্রতি লিটারে ৫০ কিমি পর্যন্ত চলতে পারে।

inner2

এখন শুধুমাত্র বিশেষ দিবসেই দেখা মেলে

বর্তমানে বাইকটি খুব কমই চালানো হয়। পাপ্পু বলেন, ‘এটি শুধুমাত্র ১৫ আগস্ট ও ২৬ জানুয়ারির মতো ভারতের জাতীয় অনুষ্ঠানে বের করা হয়। একবার সরকার এই বাইকটি কেনার প্রস্তাব দিয়েছিল। কিন্তু এটি আমাদের পরিবারের ঐতিহ্য, আমরা বিক্রি করিনি।’

তার ছোট ভাই ইশতিয়াক আলমও বাইকটির রক্ষণাবেক্ষণে সহায়তা করেন। তারা দুজন মিলে এই ইতিহাস-সমৃদ্ধ বাহনটিকে পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করছেন।

সারা ভারতে একমাত্র

এই মডেলের বাইকটি ভারতে একমাত্র। সেনাবাহিনী একবার একটি প্রদর্শনীতে তিন দিনের জন্য এটি ব্যবহার করেছিল। তখন বহু মানুষ এটি দেখতে ভিড় করেছিলেন।

এজেড