images

অটোমোবাইল

মোটরসাইকেল চালকদের জন্য এলো এসি হেলমেট

অটোমোবাইল ডেস্ক

২৫ এপ্রিল ২০২৫, ০৪:৪৩ পিএম

বৈশাখেই প্রচন্ড গরম পড়েছে। যারা কাজের জন্য ঘর থেকে প্রতিনিয়ত বের হচ্ছেন তাদের গরম বেশি লাগছে। বিশেষ করে সাইকেল, মোটরসাইকেল কিংবা রিকশা চালকদের কষ্টটা বেশি। কেননা, তাদের কড়া রোদে পুড়তে হচ্ছে। এই সমস্যার সমাধানে বাজারে এলো এসি হেলমেট। 

এই হেলমেট চালকদের শুধু গরম থেকে রেহাই-ই নয়, নানা সুবিধা দেবে। কেননাম এই হেলমেটে রয়েছে একটি এয়ার ফিল্টার। যার ফলে এই যন্ত্র ব্যবহার করে এড়ানো যাবে পথের দূষণ। 

আরও পড়ুন: হেলমেটের বাংলা অর্থ জানেন না বেশিরভাগ মানুষ

যদিও এই এসি হেলমেট চালানো কিছুটা ঝক্কির বটে। কারণ এই কুলার তথা মিনি এসি চালানোর জন্য পানির প্রয়োজন হয়। এতে একবার পানি ভরলে টানা ২ ঘণ্টা ব্যবহার করা যাবে।

এই এসি হেলমেটের নাম ব্লু স্ন্যাপ। দামও সাধ্যের মধ্যেই। 

ভারতের বেঙ্গালুরুর ব্লু আর্মর নামে একটি নব বিকশিত কোম্পানি তৈরি করেছে এই হেলমেট এয়ার কুলার। 

এই কুলার লাগানো যাবে যে কোনও ফুল ফেস হেলমেটের সামনে। একটি ফিতার সাহায্যে হেলমেটের সামনে কয়েক সেকেন্ডেই আটকে যাবে এই এয়ার কুলার। নতুন এই হেলমেট কুলার ব্যবহার করলে তাপমাত্রা ৬ - ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানো যাবে বলে দাবি নির্মাতা কোম্পানির।

water

এই এয়ার কুলারে রয়েছে একটি রিচারজেবল ব্যাটারি। একবার চার্জ দিয়ে ১০ ঘণ্টা ব্যবহার করা যাবে যন্ত্রটিকে। চার্জ দেওয়া যাবে যে কোনও ৫ ভোল্ট আউটপুট থেকে। 

ব্লু আর্মরের ওয়েবসাইটে দাবি করা হয়েছে, ৩-৬ মাস চলবে এয়ার কুলারে ব্যবহৃত এক একটি এয়ার ফিল্টার। ফিল্টার বদলানো যাবে সহজেই। তাছাড়া হেলমেটের সঙ্গে মানানসই স্ট্র্যাপ ব্যবহার করা যাবে এই এয়ার কুলারের সঙ্গে। 

ভারতে এই হেলমেট এসির দাম ২০০০ রুপির মধ্যেই।

তবে এই এয়ার কুলার ব্যবহার করা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। তাদের প্রশ্ন, দুর্ঘটনায় নিরাপদ বলে দাবি করা হলেও এ ব্যাপারে সংস্থা কী পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে তা স্পষ্ট করা হয়নি। 

এজেড