অটোমোবাইল ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪ এএম
২৫০ সিসির নতুন অ্যাডভেঞ্চার মোটরসাইকেল আনল কেটিএম। যার মডেল ২০২৫ কেটিএম অ্যাডভেঞ্চার। এটা কোম্পানির এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল। নতুন বাইকটির দাম ভারতে ২.৬০ লাখ নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: রয়েল এনফিল্ড বিশেষ সংস্করণের মোটরসাইকেল আনল
মডেলটি নতুন প্রজন্মের কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চারের একই প্ল্যাটফর্মের ওপর নির্মিত হয়েছে। এতে হালকা স্টিল-ট্রেলিস ফ্রেম ও পৃথক সাবফ্রেম ব্যবহার করা হয়েছে। এতে বাইকটির কাঠামো শক্তপোক্ত হয়েছে। ডিজাইনও অনেকটা ৩৯০ অ্যাডভেঞ্চারে মতো।

নতুন কেটিএম ২৫০ অ্যাডভেঞ্চারে একটি ২৪৯ সিসি, লিকুইড-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে, যা ৯২৫০ আরপিএমে ৩০.৫ বিএইচপি শক্তি ও ৭২৫০ আরপিএমে ২৫ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনটি ৬ স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত, যা ট্র্যাক্টেবল ও রিফাইন্ড পারফরম্যান্স অফার করে। এই নতুন ইঞ্জিনটি অ্যাডভেঞ্চার ও ট্যুরিং রাইডারদের জন্য আরও উপযোগী করা হয়েছে।
ফিচার ও হার্ডওয়্যার
নতুন প্রজন্মের ২৫০ অ্যাডভেঞ্চারে একাধিক আধুনিক ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে রাইড-বাই-ওয়্যার থ্রটেল, ৫ ইঞ্চির টিএফটি এইচ৫০ কালার ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি ও টার্ন-বাই-টার্ন নেভিগেশন।
এছাড়াও, এতে বাই-ডাইরেকশনাল কুইকশিফটার ও অফ-রোড এবিএস রয়েছে, যা রাইডিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। বাইকটির এলইডি প্রজেক্টর হেডলাইট ও সম্পূর্ণ এলইডি লাইটিং এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

নতুন ২৫০ অ্যাডভেঞ্চারের সাসপেনশনে ডব্লিউপি অ্যাপেক্স ইউএসডি ফর্কস (নন-অ্যাডজাস্টেবল) ও প্রিলোড-অ্যাডজাস্টেবল মোনোশক রয়েছে। সামনের সাসপেনশনে ২০০ মিমি ট্র্যাভেল ও পেছনের সাসপেনশনে ২০৫ মিমি ট্র্যাভেল রয়েছে, যা আগের মডেলের তুলনায় বেটার অফ-রোড ক্যাপাবিলিটি অফার করবে।

উন্নত গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২২৭ মিমি হওয়ার পরেও, বাইকটির সিট হাইট ৮২৫ মিমি, যা বেশিরভাগ রাইডারের জন্য সহজেই ব্যবহারযোগ্য। ১৪.৫ লিটারের বড় ফুয়েল ট্যাঙ্ক থাকার কারণে এটি একবার ফুল চার্জে ৪৫০ কিমি-র বেশি রেঞ্জ দিতে সক্ষম। নতুন কেটিএম ২৫০ অ্যাডভেঞ্চারের কার্ব ওজন ১৭৭ কেজি, যা বিএমডব্লিউ জি৩১০জিএস তুলনায় ২ কেজি বেশি এবং ইয়াজডির তুলনায় ১০ কেজি কম। ফলে এটি হালকা ওজন এবং উন্নত ব্যালান্স অফার করবে। অ্যাডভেঞ্চার রাইডিং-এর জন্য যা অত্যন্ত উপযোগী।
এজেড