শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

রয়েল এনফিল্ড বিশেষ সংস্করণের মোটরসাইকেল আনল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

loading/img

ভারতের বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান রয়েল এনফিল্ড শটগান ৬৫০ আইকন এডিশন বাজারে আনল। মাত্র ২৫ জন ক্রেতা এই মোটরসাইকেল কিনতে পারবেন। 

ভারতে বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪.২৫ লাখ রুপি। এই মোটরসাইকেলের মোট ১০০ ইউনিট তৈরি করা হবে, যার মধ্যে মাত্র ২৫ ইউনিট ভারতের জন্য বরাদ্দ করা হয়েছে। এই আইকন এডিশন রলে এনফিল্ড এবং আইকন মোটোস্পোর্টসের যৌথ উদ্যোগের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে।


বিজ্ঞাপন


re

রয়েল এনফিল্ডের মতে, আইকন এডিশন একটি সংগ্রহযোগ্য মডেল, যা এর অনন্য ডিজাইন এবং কাস্টম বিল্ডের মাধ্যমে নজর কাড়বে। এটি ত্রি-টোন রেস-ইন্সপায়ার্ড গ্রাফিক্স ডিজাইনে সম্পন্ন হয়েছে এবং বিশেষ অংশগুলোর সংযোজন এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এর মধ্যে গোল্ড কনট্রাস্ট কাট রিমস, নীল রঙের শক স্প্রিংস এবং লাল রঙের সিটে ইন্টিগ্রেটেড লোগো বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও, বার-এন্ড মিরর এর সংযোজন মোটরসাইকেলের স্টাইল স্টেটমেন্টকে আরও বাড়িয়ে তুলেছে।

এই বিশেষ সংস্করণ মোটরসাইকেলের সাথে একটি বিশেষ স্লাবটোন ইন্টারসেপ্টার আরই জ্যাকেট থাকবে, যা আইকন মোটোস্পোর্টসের ডিজাইন করা। জ্যাকেটটি সুয়েড এবং টেক্সটাইল উপাদানে তৈরি, যাতে লেদার অ্যাপ্লিক ও এমব্রয়ডারি রয়েছে। এটি মোটরসাইকেলের সংগ্রহযোগ্য মূল্যের আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে।

re2


বিজ্ঞাপন


এই বিশেষ সংস্করণ কেনার সুযোগ পেতে হলে রয়েল এনফিল্ডের অফিসিয়াল অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে। অন্য দেশগুলোর ক্রেতারা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করতে পারবেন। 

আরও পড়ুন: হারলে ডেভিডসন স্পোর্টস বাইক আনল

১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ভারতীয় সময় রাত সাড়ে আটটা থেকে বুকিং লাইভ হবে। প্রথম ২৫ জন গ্রাহক বুকিং সম্পন্ন করতে পারলেই এই বিশেষ সংস্করণের মোটরসাইকেল নিজের করে নিতে পারবেন।

এই আইকন এডিশনে কোনও যান্ত্রিক পরিবর্তন আনা হয়নি। এটি আগের মতোই ৬৪৮ সিসি, প্যারালাল টুইন ইঞ্জিন দ্বারা চালিত, যার ২৭০ ডিগ্রি ফায়ারিং অর্ডার রয়েছে। এই ইঞ্জিন ৪৭.৮ বিএইচপি শক্তি এবং ৫১ এনএম টর্ক উৎপন্ন করে। গিয়ারবক্স হিসেবে ৬-স্পিড ইউনিট ব্যবহার করা হয়েছে।

rw5

শটগান ৬৫০ আইকন এডিশন সংগ্রহকারীদের জন্য এক বিশেষ আকর্ষণ হতে চলেছে, কারণ এটি শুধুমাত্র সীমিত সংখ্যায় বাজারে আসবে। যারা একটি অনন্য, স্টাইলিশ এবং এক্সক্লুসিভ মোটরসাইকেল খুঁজছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ হতে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর